
টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে পাঁচ লাখ রানের মাইলফলকে পৌঁছেছে ইংল্যান্ড। ১৪৭ বছর, ৭১৭ জন খেলোয়াড় আর ১৮ হাজার ৯০০-র বেশি ব্যক্তিগত ইনিংস শেষে এই কীর্তি গড়েছে দলটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১তম ওভারে উইলিয়াম ও’ রুর্কির বলে মিডঅফে দুই রান নিয়ে ইংল্যান্ডের টেস্ট ইনিংসে ৫ লাখ রান পূরণ করেছেন হ্যারি ব্রুক। প্রায় ১৮ হাজার ৯০০ ব্যক্তিগত ইনিংস শেষে এই রান পূরণ করে ইংল্যান্ড।
টেস্টে দলীয় সর্বোচ্চ রানের দিক দিয়ে ইংল্যান্ডের পরেই অবস্থান অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের মতোই ১৮৭৭ সাল থেকে টেস্ট শুরু করলেও তাদের রান এখন পর্যন্ত ৪ লাখ ২৮ হাজারের কিছু বেশি।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত। ৫৮৬ টেস্ট ম্যাচ শেষে তাদের রান ২ লাখ ৭৮ হাজারের বেশি।