২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জয়হীন বার্সেলোনা

লা লিগায় শনিবারের আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সেলোনা হেরেছিল ১-০ গোল। এক ম্যাচ পরেই জয়ে ফিরতে পারতো তারা। কিন্তু অস্বস্তিকর লাল কার্ড তা আর হতে দিলো কই?

শনিবার রাতে লা লিগায় ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। তখন সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে বার্সা। এরপরই সবকিছু এলোমেলো হয়ে গেল। লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখলেন বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাডো তোরাস।

১০ জনের বার্সা শেষ পর্যন্ত ভিগোর কাছ থেকে পূূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি। এরপর ২ মিনিটের মধ্যে জোড়া গোল করে বসে সেল্টা ভিগো। ৮৪ ও ৮৬ মিনিটে গোল করে স্বাগতিকরা। এতে ২-২ সমতায় ফেরে সেল্টা ভিগো। একজন কম নিয়ে শেষ পর্যন্ত বার্সার পক্ষে আর গোল করা সম্ভব হয়নি। অবশেষে পয়েন্ট খুঁইয়ে ফেরত আসতে হয় বার্সাকে।

ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল করেন রাফিনহা। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৬১ মিনিটে রবার্ট লেওয়ানডস্কির গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে সফরকারীরা।

প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তেই ১০ জনের দলে পরিণত হতে পারতো বার্সা। ৪৫ মিনিটে সেল্টার অধিনায়ক লাগো আসপাসকে ট্যাকল দিতে গিয়ে ফাউল করেন বার্সার ডিফেন্ডার জেরার্ড মার্টিন। ওই সময় মার্টিন লাল কার্ড দেখতে পারতেন। কেননা আগেই একবার হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

মার্টিনকে দ্বিতীয় হলুদ কার্ড না দেখানোয় কড়া প্রতিবাদ করে আসপাস নিজেই হলুদ কার্ড দেখেন। এ সময় রেফারির উপর রাগে ফেটে পড়েন ভিগো অধিনায়ক। সতীর্থ আর কোচ মিলে তাকে থামালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেষ পর্যন্ত ৮২ মিনিটে লাল কার্ড দেখতেই হলো বার্সাকে। সফরকারীরা ১০ জনের দলে পরিণত হলে সুযোগ কাজে লাগায় ভিগো।

৮৪ মিনিটে আলফনসো গঞ্জালেজের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে ভিগো। ২ মিনিট পর হুগো আলভারেজের গোলে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের পর বার্সার মিডফিল্ডার গাভি বলেন, ‘খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু লাল কার্ড সত্যিই আমাদের প্রভাবিত করেছে। সেল্টা দুটি নির্দিষ্ট অ্যাকশনে আমাদেরকে পেছনে ফেরে দিয়েছে। আপনি যদি মনোযোগ হারান, তাহলে এটিই ঘটবে…। আমরা নিজেদের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠাতে পারি না। কারণ তখন এই ঘটনা (হেরে যাওয়া) ঘটে।’

তিনি আরও বলেন, ‘একজন কম নিয়ে ৩ পয়েন্ট পাওয়া কঠিন। এটা ফুটবল এবং আমাদের শিখতে হবে…।’

১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের শীর্ষে আছে বার্সা। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

  • Related Posts

    লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

    উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে…

    Continue reading
    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১২৬ জনের মৃত্যু

    চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এতে আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। গ্লোবাল…

    Continue reading

    লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

    লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১২৬ জনের মৃত্যু

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১২৬ জনের মৃত্যু

    আসছে মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, ফের শীতে কাঁপবে দেশ

    আসছে মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, ফের শীতে কাঁপবে দেশ

    হৃদয়-মেয়ার্সের জুটিতে ৭ উইকেটের জয় বরিশালের

    হৃদয়-মেয়ার্সের জুটিতে ৭ উইকেটের জয় বরিশালের

    উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড,নিহত ১

    উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড,নিহত ১

    মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে চলছে দূতাবাসের সেবা

    মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে চলছে দূতাবাসের সেবা

    পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

    পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

    শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫

    শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫

    ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

    ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

    রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে

    রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে