মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে মহাখালী রেলক্রসিং অবরোধ করেন তারা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তারা দুটি আন্তঃনগর ট্রেন থামিয়ে দেন এবং হামলা চালান। এতে শিশুসহ দুই ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার পর থেকে মহাখালীর রেলগেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ যেমন বন্ধ রয়েছে, তেমনি মহাখালী রেলক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ। ফলে ট্রেনের যাত্রী থেকে শুরু করে বাসের শত শত যাত্রীও চরম ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিক্ষার্থীদের বিশৃঙ্খল আন্দোলনের কারণে মহাখালী রেলক্রসিং এলাকায় বড় ধরনের দুর্ঘটনায ঘটতে পারতো। এতে শত শত শিক্ষার্থীসহ অনেক সাধারণ মানুষ নিহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা কোনো ধরনের বিধিনিষেধ না মেনে রেললাইনের ওপর হঠাৎ করে দাঁড়িয়ে যান এবং আন্দোলন করতে থাকেন। এসময় রেললাইন দিয়ে আসা দুই আন্তঃনগর ট্রেন তড়িঘড়ি করে থামাতে বাধ্য হন চালকরা। চালকরা যদি সতর্কতার সঙ্গে ট্রেন না থামাতেন তাহলে মহাখালীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো।

এ বিষয়ে বনানীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, মহাখালী রেলক্রসিংয়ের বর্তমান অবস্থা ভয়াবহ। ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। শিক্ষার্থীরা রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে আন্দোলন করছেন। তারা ট্রেন থামিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এছাড়া তাদের আন্দোলনের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একাধিক টিম যাচ্ছে।

এদিকে, বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে দুটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। সেগুলো হলো জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।

  • Rofiq Kazi

    Related Posts

    কালজয়ী ‘করণ অর্জুন’, রিমেকে হৃতিক ও রণবীর!

    ভারতীয় কালজয়ী সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি ‘করণ অর্জুনি’। রাকেশ রোশন পরিচালিত সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খান। তাদের বিপরীতে ছিলেন কাজল ও মমতা কুলকার্নি। ১৯৯৫…

    Continue reading
    দক্ষিণ আফ্রিকায় খনিতে আটকা ৪ হাজার অবৈধ শ্রমিক

    দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমের স্টিলফন্টেইন প্রদেশের একটি অব্যবহৃত খনিতে অন্তত ৪ হাজার অবৈধ খনি শ্রমিক আটকা পড়ে আছে। বিষয়টি নিশ্চিত করে স্টিলফন্টেইনের প্রাদেশিক পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বর্তমানে স্থগিত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    কালজয়ী ‘করণ অর্জুন’, রিমেকে হৃতিক ও রণবীর!

    কালজয়ী ‘করণ অর্জুন’, রিমেকে হৃতিক ও রণবীর!

    দক্ষিণ আফ্রিকায় খনিতে আটকা ৪ হাজার অবৈধ শ্রমিক

    দক্ষিণ আফ্রিকায় খনিতে আটকা ৪ হাজার অবৈধ শ্রমিক

    তিতুমীর কলেজ এবার সচিবালয়ে অনশনে ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

    তিতুমীর কলেজ এবার সচিবালয়ে অনশনে ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

    ইউক্রেনের ওডেসায় রাশিয়ার হামলায় নিহত ৮

    ইউক্রেনের ওডেসায় রাশিয়ার হামলায় নিহত ৮

    এবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এলেন মিয়ানমারের ৫৬ নাগরিক

    এবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এলেন মিয়ানমারের ৫৬ নাগরিক

    জাকারিয়া পিন্টুর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

    জাকারিয়া পিন্টুর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

    অবশেষে সিনেমার শুটিংয়ে আফরান নিশো

    অবশেষে সিনেমার শুটিংয়ে আফরান নিশো

    সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন ইমরুল কায়েস

    সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন ইমরুল কায়েস

    তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন সড়ক-রেলপথ অবরোধ ৪টা পর্যন্ত, এরপর অবস্থা বুঝে সিদ্ধান্ত

    তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন সড়ক-রেলপথ অবরোধ ৪টা পর্যন্ত, এরপর অবস্থা বুঝে সিদ্ধান্ত

    ফিলিপাইনে সুপারটাইফুন-ভূমিধসে নিহত ৮

    ফিলিপাইনে সুপারটাইফুন-ভূমিধসে নিহত ৮