শরীয়তপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।  

শনিবার (৫ এপ্রিল) সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুন জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল কুদ্দুস বেপারী এবং উপজেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুল জলিল মাদবর চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে জয়ী হন কুদ্দুস বেপারী। সেই থেকেই চেয়ারম্যান কুদ্দুস ও জলিলের মধ্যে এলাকায় নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় কুদ্দুসের সমর্থক সালাউদ্দিন মাস্টার ও জলিল সমর্থক ছালেক মাদবরের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে মারুফ ও হাসান নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে দুপক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় একটি খোলা মাঠে উভয়পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছেন। অনেককে হাতে বালতি নিয়ে হেলমেট পরিহিত অবস্থায় দেখা গেছে। উভয়পক্ষই বালতির মধ্যে করে ককটেল নিয়ে ঘটনাস্থলে নিক্ষেপ করছে। সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে।

এ ব্যাপারে কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
 
এ ব্যাপারে জাজিরা থানার ওসি দুলাল আখন্দ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    রাজধানীতে কালবৈশাখী ঝড়

    রাজধানী ঢাকা ও আশপাশ অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী বয়ে যাচ্ছে। আজ রোববার রাত ১০টার দিকে কোথাও কোথাও ঝড় শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে ঝড় তীব্র হয়। রাজধানীতে চলতি বছর এ…

    Continue reading
    ৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ

    গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এ ধারাবাহিকতা আাগমী ১২০ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজধানীতে কালবৈশাখী ঝড়

    রাজধানীতে কালবৈশাখী ঝড়

    ৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ

    ৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ

    ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা

    ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা

    গাজায় ইসরায়েলি গণহত্যা: বৈশ্বিক ধর্মঘটের ডাক

    গাজায় ইসরায়েলি গণহত্যা: বৈশ্বিক ধর্মঘটের ডাক

    গাজীপুর সাফারি পার্ক থেকে তিনটিই চুরি, আর কোনো লেমুর রইলো না দেশে

    গাজীপুর সাফারি পার্ক থেকে তিনটিই চুরি, আর কোনো লেমুর রইলো না দেশে

    কুমিল্লা টাইমস স্কয়ার ও তাজমহল হোটেলে অভিযান,জরিমানা

    কুমিল্লা টাইমস স্কয়ার ও তাজমহল হোটেলে অভিযান,জরিমানা

    গুজরাটকে মাত্র ১৫৩ রানের লক্ষ্য দিলো হায়দরাবাদ

    গুজরাটকে মাত্র ১৫৩ রানের লক্ষ্য দিলো হায়দরাবাদ

    থাই ওপেনে দুই পদক জিতলেন বাংলাদেশের সাঁতারু সামিউল

    থাই ওপেনে দুই পদক জিতলেন বাংলাদেশের সাঁতারু সামিউল

    গাজাবাসীর জন্য কাঁদছে তাদের হৃদয়, জানালেন প্রতিবাদ

    গাজাবাসীর জন্য কাঁদছে তাদের হৃদয়, জানালেন প্রতিবাদ

    মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে আবেগপ্রবণ রাইমা

    মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে আবেগপ্রবণ রাইমা