রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে ড. ইউনূসের আহ্বান

রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে বড় ধরনের সফল করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, চলুন এটিকে (আন্তর্জাতিক সম্মেলন) বড় সফলতা এনে দিই এবং সমস্যাটির সমাধান করি। আশাকরি, এ সম্মেলন থেকে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে।

ড. ইউনূস বলেন, ভবিষ্যতের দিকে একটি সুনির্দিষ্ট পথ থাকা দরকার। আমাদের নিশ্চিত করতে হবে যে, রোহিঙ্গাদের ভবিষ্যৎ সুরক্ষিত।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এ বছরের শেষের দিকে জাতিসংঘ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের প্রতি তার সমর্থন জানান।

‌আমাদের উচিত এই ইস্যুটিকে বিশ্ব দরবারে পুনরায় তুলে ধরা। জাতিসংঘের এই সম্মেলন রোহিঙ্গা সংকটকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে আনতে পারে- বলেন গ্র্যান্ডি।

তিনি বলেন, এটি রাখাইনে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আস্থা তৈরির জন্য প্রয়োজনীয় একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। আমরা আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকট সমাধানের জন্য নতুন গতি সৃষ্টি করবে।

সাক্ষাতের সময়, তারা বাংলাদেশে অবস্থানরত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও আর্থিক সহায়তা সংগ্রহের উপায় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও কথা বলেন, যেখানে একটি প্রধান বিদ্রোহীগোষ্ঠী দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

তারা বলেন, পশ্চিম মিয়ানমারের এই রাজ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য সংঘাত বিরতির প্রয়োজন রয়েছে।

এটি, পরবর্তীতে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ প্রকাশ করেন তারা।

আফ্রিকার কিছু মানবিক সংকটের প্রসঙ্গ উল্লেখ করে গ্র্যান্ডি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলে সামরিক শাসনের বৈধতার অভাব অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের জন্য সার্বজনীন শিক্ষাব্যবস্থা চালু করা এবং তাদের আরও টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

তিনি গ্র্যান্ডিকে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনকে সমর্থন দিতে বাংলাদেশের উদ্যোগ এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন।

  • Related Posts

    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে নাহিদ-আখতার

     জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্বে দেওয়া তরুণদের নিয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আজ নতুন রাজনৈতিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।   শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে…

    Continue reading
    ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দি

    গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজবন্দি। দীর্ঘ ৪৪ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পান…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে নাহিদ-আখতার

    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে নাহিদ-আখতার

    ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দি

    ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দি

    গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুর

    গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুর

    একই মাসে তিনবার ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই!

    একই মাসে তিনবার ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই!

    যে কারণে মধ্যরাতে অনিল কাপুরের বাড়িতে রানি

    যে কারণে মধ্যরাতে অনিল কাপুরের বাড়িতে রানি

    ২৮ বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

    ২৮ বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

    রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে ড. ইউনূসের আহ্বান

    রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে ড. ইউনূসের আহ্বান

    ইউক্রেনে রাতারাতি ১৬৬ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৬

    ইউক্রেনে রাতারাতি ১৬৬ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৬

    আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

    আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

    টটেনহ্যামকে হারিয়ে সেরা চারে ম্যানসিটি, ম্যানইউর নাটকীয় জয়

    টটেনহ্যামকে হারিয়ে সেরা চারে ম্যানসিটি, ম্যানইউর নাটকীয় জয়