২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জয়হীন বার্সেলোনা

লা লিগায় শনিবারের আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সেলোনা হেরেছিল ১-০ গোল। এক ম্যাচ পরেই জয়ে ফিরতে পারতো তারা। কিন্তু অস্বস্তিকর লাল কার্ড তা আর হতে দিলো কই?

শনিবার রাতে লা লিগায় ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। তখন সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে বার্সা। এরপরই সবকিছু এলোমেলো হয়ে গেল। লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখলেন বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাডো তোরাস।

১০ জনের বার্সা শেষ পর্যন্ত ভিগোর কাছ থেকে পূূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি। এরপর ২ মিনিটের মধ্যে জোড়া গোল করে বসে সেল্টা ভিগো। ৮৪ ও ৮৬ মিনিটে গোল করে স্বাগতিকরা। এতে ২-২ সমতায় ফেরে সেল্টা ভিগো। একজন কম নিয়ে শেষ পর্যন্ত বার্সার পক্ষে আর গোল করা সম্ভব হয়নি। অবশেষে পয়েন্ট খুঁইয়ে ফেরত আসতে হয় বার্সাকে।

ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল করেন রাফিনহা। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৬১ মিনিটে রবার্ট লেওয়ানডস্কির গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে সফরকারীরা।

প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তেই ১০ জনের দলে পরিণত হতে পারতো বার্সা। ৪৫ মিনিটে সেল্টার অধিনায়ক লাগো আসপাসকে ট্যাকল দিতে গিয়ে ফাউল করেন বার্সার ডিফেন্ডার জেরার্ড মার্টিন। ওই সময় মার্টিন লাল কার্ড দেখতে পারতেন। কেননা আগেই একবার হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

মার্টিনকে দ্বিতীয় হলুদ কার্ড না দেখানোয় কড়া প্রতিবাদ করে আসপাস নিজেই হলুদ কার্ড দেখেন। এ সময় রেফারির উপর রাগে ফেটে পড়েন ভিগো অধিনায়ক। সতীর্থ আর কোচ মিলে তাকে থামালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেষ পর্যন্ত ৮২ মিনিটে লাল কার্ড দেখতেই হলো বার্সাকে। সফরকারীরা ১০ জনের দলে পরিণত হলে সুযোগ কাজে লাগায় ভিগো।

৮৪ মিনিটে আলফনসো গঞ্জালেজের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে ভিগো। ২ মিনিট পর হুগো আলভারেজের গোলে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের পর বার্সার মিডফিল্ডার গাভি বলেন, ‘খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু লাল কার্ড সত্যিই আমাদের প্রভাবিত করেছে। সেল্টা দুটি নির্দিষ্ট অ্যাকশনে আমাদেরকে পেছনে ফেরে দিয়েছে। আপনি যদি মনোযোগ হারান, তাহলে এটিই ঘটবে…। আমরা নিজেদের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠাতে পারি না। কারণ তখন এই ঘটনা (হেরে যাওয়া) ঘটে।’

তিনি আরও বলেন, ‘একজন কম নিয়ে ৩ পয়েন্ট পাওয়া কঠিন। এটা ফুটবল এবং আমাদের শিখতে হবে…।’

১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের শীর্ষে আছে বার্সা। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

  • Related Posts

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধন করবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম…

    Continue reading
    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    দেশের বিভিন্ন স্থানে আজ দিনে বৃষ্টি হলেও রাজধানী ঢাকা ছিল বৃষ্টিহীন। সেইসঙ্গে বাতাসের সঙ্গে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি ছিল গরমের। ঢাকায় আজ বয়ে গেছে তাপপ্রবাহ। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড…

    Continue reading

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    আকাশে ওড়ার পরেই খসে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

    আকাশে ওড়ার পরেই খসে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

    আওয়ামী লীগের টাকায় কুমিল্লায় বিএনপি ও অন্যান্য দলের রাজনীতি চলছে: হাসনাত আবদুল্লাহ

    আওয়ামী লীগের টাকায় কুমিল্লায় বিএনপি ও অন্যান্য দলের রাজনীতি চলছে: হাসনাত আবদুল্লাহ

    ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    পিছিয়ে গেল ‘ভুলচুক মাফ’ মুক্তির তারিখ

    পিছিয়ে গেল ‘ভুলচুক মাফ’ মুক্তির তারিখ

    ফিলিস্তিনে বাংলাদেশিদের প্রথম এতিমখানা উদ্বোধন

    ফিলিস্তিনে বাংলাদেশিদের প্রথম এতিমখানা উদ্বোধন

    জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন, কবিতা-স্লোগানে মুখর কাকরাইল

    জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন, কবিতা-স্লোগানে মুখর কাকরাইল