সাব্বিবের ঝড় তোলার ম্যাচেও হারল ঢাকা

ঢাকা ক্যাপিটালসের বারংবার ব্যর্থতার মাঝে জ্বলে উঠেছিলেন এক সময় বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটারের তকমা পাওয়া সাব্বির রহমান। তার ছক্কা-ঝড়ে ১৭৭ রানের সম্মানজনক সংগ্রহ পায় খালেদ মাহমুদ সুজনের দল। তবুও হার-ভাগ্য বদলাতে পারল না ঢাকা। পাঁচ ম্যাচ খেলে চিটাগং কিংসের বিপক্ষে দেখল টুর্নামেন্টের পঞ্চম হার।

ঢাকার দেয়া ১৭৮ রান তাড়ায় ৩ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে চিটাগং। ম্যাচসেরা হয়েছেন ২১ রানে ৩ উইকেট নেয়া খালেদ আহমেদ।


ঢাকার দেয়া ১৭৮ রানের তাড়ায় ৫৫ রানের উদ্বোধনী জুটি গড়ে চিটাগং। ১৭ রান করে বিদায় নেন পারভেজ হোসেন ইমন। তবে আরেক ওপেনার উসমান খান হাফসেঞ্চুরি তুলে নেন। রাজশাহীর বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানি এ ব্যাটার। ওয়ানডাউনে নামা গ্রাহাম ক্লার্ক করেন ৩৯ রান।


এরপর মোহাম্মদ মিঠুন ও শামিম হোসেনের ব্যাটে জয়ের চেষ্টা চালায় চিটাগং। শেষ দুই ওভারে তাদের দরকার ছিল ২৩ রান। মিঠুন ১৯তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলে শামিম এক ছক্কা ও ২ চারে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন। শেষ ওভারে তাদের প্রয়োজন হয় আর মাত্র ৫ রান। ৩ বল হাতে রেখে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পায় চিটাগং।

শামিম ১৪ বলে ৪ চার ও এক ছয়ে ৩০ রান করে অপরাজিত রইলেন। মিটুন ২২ বলে করলেন ৩৩।


এর আগে সাব্বির রহমানের ছক্কা-ঝড়ে ৫ উইকেটে ১৭৭ রান করে ঢাকা। ১৪ ওভার শেষে ৩ উইকেটে স্কোর বোর্ডে তারা তুলেছিল কেবল ৮৮ রান। দুই বিদেশি জেসন রয় ও স্টেফেন এসকিনাজি ব্যর্থ হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। রয় ১ ও এসকেনাজি ৫ রান করেন। শাহাদাত হোসেন দিপুও দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। তবে ইনিংস ধরে রেখেছিলেন তানজিদ হাসান। তাকে একপ্রান্তে রেখেই সাব্বির রহমান খেলেন নায়কোচিত ইনিংস।

সাব্বিরের ঝড়ে ১৫তম ওভারে আসে ২৬ রান। পরের ওভারে ১৪। তানজিদ হাসান বিদায় নেন ৪৮ বলে ৫৪ রান করে। তবে সাব্বিরের ঝড় থামছিলই না। ২২ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। থিসারা পেরেরা বিদায় নেন ১ রান করে। এরপর সাব্বিরকে সঙ্গ দেন ফরমানুল্লাহ সাফি। ৩৩ বলে শেষ পর্যন্ত ৮২ রান করে অপরাজিত থাকেন সাব্বির। টি-টোয়েন্টিতে এটা তার চতুর্থ সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে বরিশাল বুলসের বিপক্ষে ১২২ রানের ইনিংসটি সবার শীর্ষে।


যে ইনিংসে সাব্বির চারের (৩) বেশি ছক্কাই মেরেছেন, সেটাকে তো তার ছক্কা-ঝড়ই বলতে হয়। ইনিংসে আর ছক্কা হয়েছে মোটে ২টি, ২টিই তানজিদ তামিমের। সাব্বির এর বেশি ছক্কা আর কোনো টি-টোয়েন্টি ইনিংসে মারেননি। ওই ১২২ রানের ইনিংসেও ছক্কা ৯টি।

  • Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন জনসেবার সুযোগ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

    স্থানীয় সরকার নির্বাচন দেশে জনগণের সেবা পাওয়ার সুযোগ তৈরি করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস…

    Continue reading
    ভারতে মন্দিরের টিকিটের জন্য হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহত ৬

    ভারতে অন্ধ্র প্রদেশের তিরুপতি তিরুমালা মন্দিরে টিকিটকেন্দ্রের সামনে পদপিষ্ট হয়ে ছয়জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) রাতে মন্দিরের ‘বৈকুণ্ঠদ্বার দর্শন’ টোকেন সংগ্রহের সময় ভক্তদের প্রচণ্ড ভিড়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    স্থানীয় সরকার নির্বাচন জনসেবার সুযোগ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

    স্থানীয় সরকার নির্বাচন জনসেবার সুযোগ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

    ভারতে মন্দিরের টিকিটের জন্য হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহত ৬

    ভারতে মন্দিরের টিকিটের জন্য হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহত ৬

    ছুটিতে বাড়িতে এসে খুন হলেন পুলিশ কর্মকর্তা

    ছুটিতে বাড়িতে এসে খুন হলেন পুলিশ কর্মকর্তা

    মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল, প্রতিপক্ষ বার্সেলোনা

    মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল, প্রতিপক্ষ বার্সেলোনা

    পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

    পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

    আকুর দায় শোধের পরও ২০ বিলিয়নে রিজার্ভ

    আকুর দায় শোধের পরও ২০ বিলিয়নে রিজার্ভ

    গানের আসর বা মাজারে হামলা হলে ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

    গানের আসর বা মাজারে হামলা হলে ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

    রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৪০

    রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৪০

    ময়মনসিংহে ব্যাংকের তালা ভেঙে ডাকাতির চেষ্টা

    ময়মনসিংহে ব্যাংকের তালা ভেঙে ডাকাতির চেষ্টা

    সাব্বিবের ঝড় তোলার ম্যাচেও হারল ঢাকা

    সাব্বিবের ঝড় তোলার ম্যাচেও হারল ঢাকা