সাঁতার কেটে সেউটায় ঢোকার চেষ্টা ৩০০ অভিবাসীর

অনিয়মিত ৩০০ অভিবাসী ২৪ ঘণ্টায় মরক্কো থেকে সাঁতার কেটে স্প্যানিশ ছিটমহলে সেউটায় ঢোকার চেষ্টা করেছেন। নতুন অভিবাসীদের আগমনের ফলে ছিটমহলটির অভ্যর্থনা কাঠামোর ওপর চাপ তৈরি হয়েছে।

স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতার কেটে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে বেশ কিছু অভিবাসী সফল হয়েছেন। এটি বিগত কয়েক বছরের মধ্যে সেউটায় আসা সবেচেয়ে বড় অভিবাসন স্রোতগুলোর একটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউরোপা প্রেস জানিয়েছে, ছিটমহলের পূর্ব দিকে বিপুল সংখ্যক লোক ভিড় করলে স্প্যানিশ সিভিল গার্ড উদ্ধার পরিষেবার সহায়তা নিতে বাধ্য হয়েছিল।

স্থানীয় দৈনিক দায়রিও জানিয়েছে, রোববার রাত ১১টার দিকে একদল অভিবাসী সেউটায় প্রবেশের চেষ্টা করেছিলেন। এই ঘটনার পর ছয় ঘণ্টারও বেশি সময় ধরে সিভিল গার্ড এবং জরুরি পরিষেবাগুলো একদল অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধারে সক্ষম হয়েছিল।

উদ্ধার হওয়া অভিবাসীদের সেউটার সমুদ্র সৈকতে আনার পর দাতব্য সংস্থা রেড ক্রসের আওতায় হস্তান্তর করা হয়েছে। রেড ক্রস জানিয়েছে, অভিবাসীদের বেশিরভাগই হাইপোথার্মিয়ার ভুগছিলেন।

স্প্যানিশ উদ্ধারকারীরা তাদের এক্স -হ্যান্ডেলে দাবি করেছে, মোট কয়জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে সেটি তারা এখনও নিশ্চিত নয়। তবে সমুদ্র থেকে অন্তত ২৪ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অর্ধেক অভিভাকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী।

অভিভাকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের সবাই আলজেরিয়া এবং সাব-সাহারা আফ্রিকার দেশগুলোর নাগরিক। তাদের মধ্যে ছেলে এবং মেয়ে উভয়ই রয়েছেন।

অভিবাসীদের মধ্যে যারা মরক্কোর প্রাপ্তবয়স্ক নাগরিক তাদের সবাইকে স্পেন এবং মরক্কোর মধ্যে একটি অভিবাসন চুক্তির অধীনে ফেরত পাঠানো হয়েছে। আবার অনেক অভিবাসী সমুদ্র নামলেও সফল না হয়ে পুনরায় মরক্কো উপকূলে ফিরে গেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এই রুটে অভিবাসীদের পারপারের চেষ্টা বেড়েছে। বিশেষ করে ৩০ জুলাই অন্তত ৬০ জন লোক সাঁতার কেটে সেউটায় যাওয়ার চেষ্টা করেছিলেন। যাদের মধ্যে মাত্র আট জন ছিটমহলের একটি সৈকতে অবতরণ করেছিলেন।

চলতি বছর সেউটাতে সাঁতরে আসা মোট অভিবাসীদের সংখ্যা জানায়নি কর্তৃপক্ষ। কারণ সেউটাতে আসা সবাইকে একই রেজিস্টারে নিবন্ধন করা হয়। সেক্ষেত্রে কারা স্পেনের অন্য শহর থেকে এসেছেন এবং কারা মরক্কো উপকূল থেকে এসেছেন সেটি আলাদা করা জটিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, ২০২৪ সালে এক হাজার ৩৯১ জন স্থলপথে সেউটাতে প্রবেশ করেছিল। যা গত বছরের একই সময়ে ছিল ৫৭১ জন।

  • Rofiq Kazi

    Related Posts

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ার জেলায় অবৈধভাবে সুদের কারবার করার অভিযোগে ছয় বাংলাদেশিকে যৌথভাবে দোষী সাব্যস্ত করেছেন আদালত। লাইসেন্স ছাড়া এই কার্যক্রম পরিচালনায় যৌথভাবে সহায়তা করার অভিযোগে ছয় বাংলাদেশিকে আড়াই হাজার…

    Continue reading
    ইইউতে কমেছে অনিয়মিত অভিবাসী

    ২০২৪ সালের প্রথম ১০ মাসে অন্তত এক লাখ ৯১ হাজার ৯০০ জন অনিয়মিত অভিবাসী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বিভিন্ন দেশে এসেছেন। জোটের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, সংখ্যাটি আগের বছরের একই…

    Continue reading

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭