
লেবাননের জনগণের জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতের কাছে এই ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।
গত ৫ থেকে ৭ ডিসেম্বর ‘কুয়েত আপনার নিরাপত্তা চায়’ স্লোগানে কুয়েতের সরকার বর্তমান পরিস্থিতিতে লেবাননে ওষুধ এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দান সংক্রান্ত ক্যাম্পেইন চালু করেছিল। স্লোগানের সাথে সংহতি প্রকাশ করে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বন্ধুপ্রতীম লেবাননের জনগণের জন্য ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী দান সংক্রান্ত ক্যাম্পেইনের উদ্যোগ নেয়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অনুদান দেয়ার আমন্ত্রণ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। দূতাবাসের এমন উদ্যোগে বিপুল সাড়া দিয়ে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন এবং বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট ত্রাণ সামগ্রী দেয়।
লেবাননের জনগণের জন্য প্রবাসী বাংলাদেশিদের দেয়া ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ওষুধ ১১২৬ প্যাকেট, বেবি মিল্ক পাউডার ৮১৫ কৌটা, বেবি ডায়াপার ২৯২ প্যাকেট, নারীদের স্যানিটারি ন্যাপকিন ৭৭ প্যাকেট।
লেবাননের রাষ্ট্রদূত দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান।