মোহামেডানকে হারিয়ে ‘চ্যালেঞ্জ’ জিতে নিল কিংস

আগের মৌসুমে ট্রেবল জিতেছিল বসুন্ধরা কিংস। নতুন মৌসুমও শুরু করলো শিরোপা জিতে। ঘরোয়া ফুটবলের নতুন এই টুর্নামেন্টের নামও বাংলাদেশ ২.০। নতুন বাংলাদেশে নতুন টুর্নামেন্ট। আর সেই ট্রফি জিতে নতুন করেই শুরু করলো কিংস।

শুক্রবার নিজেদের মাঠ কিংস অ্যারেনায় মোহামেডানকে ৩-১ গোলে হারিয়েছে কিংস। নতুন টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখে রাখলো তারা। যাদের ডাগআউটে ছিলেন নতুন কোচ রোমানিয়ান ভ্যালেরিউ তিতা।

এএফসি চ্যালেঞ্জ লিগে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছিল কিংস। নতুন কোচ তিতের অভিষেকটা সুখকর ছিল না। তবে তিনি ঘরোয়া ফুটবল শুরু করলেন জয় ও ট্রফি হাতে তুলে। এ মাসেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। পরের মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ফেডারেশন কাপ। আসল প্রতিযোগিতা শুরুর আগে নতুন ট্রফি জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন তপু-মিগুয়েলরা।

গত মৌসুমে কিংসের কাছে তিনটি ট্রফিই হারাতে হয়েছিল মোহামেডানকে। এবারও হলো তাই। টানা চারটি রানার্সআপ। তবে এ ম্যাচে সাদা-কালো সমর্থকদের শুরুতেই জাগিয়ে তুলেছিলেন আলফাজ বাহিনী। অধিনায়ক সোলেমান দিয়াবাতে স্তব্ধ করে দিয়েছিলেন কিংসের সমর্থকদের। মালির এই ফরোয়ার্ড গোল করেছিলেন ৭ মিনিটে।

১-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচ দ্বিতীয়ার্ধে ভোজবাজির মতো বদলে দেয় কিংস। তিন তিনটি গোল করে ম্যাচের স্কোর বানিয়ে ফেলে ৩-১। প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিগেই নতুন মৌসুম শুরু করলো নতুন কোচ তিতার বসুন্ধরা কিংস।

শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয় স্বাধীন বাংলা ফুটবল দলের প্রয়াত অধিনায়ক জাকারিয়া পিন্টু ও বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানোদের স্মরণে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধদের ছবি, গ্রাফিতিতে গ্যালারিতে ফুটিয়ে তোলা হয় বিপ্লবের প্রতিচ্ছবি।

কিংসের জয় হতে পারতো আরো বড় ব্যবধানে। গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম সুযোগ নষ্ট করেছেন। ফাঁকা পোস্টে বল পাঠাতে পারেননি বদলি হিসেবে মাঠে নামা মোরসালিন। মোহামেডানও সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার পরপরই ব্যবধান দ্বিগুণ করতে। আক্রমণভাগের খেলোয়াড়রা প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।

শুরুতে এগিয়ে যাওয়ার পর মোহামেডানের কৌশল ছিল রক্ষণভাগ মজবুত করা। হবে সমতা আসার পরই আলফাজ আহমেদ আক্রমণভাগের শক্তি বাড়ান। তাতে কাজ হয়নি। মোহামেডানের আক্রমণাত্মক কৌশল বুমেরাং হয় কিংসের কৌশলে। আরো দুটি গোল আদায় করে ম্যাচ নিজেদের করে নেন তপু-বর্মনরা।

রানার্সআপ মোহামেডান প্রাইজমানি হিসেবে পেয়েছে ৫ লাখ টাকা। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পেয়েছে ট্রফির পাশাপাশি ২০ লাখ টাকা।

  • Related Posts

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধন করবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম…

    Continue reading
    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    দেশের বিভিন্ন স্থানে আজ দিনে বৃষ্টি হলেও রাজধানী ঢাকা ছিল বৃষ্টিহীন। সেইসঙ্গে বাতাসের সঙ্গে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি ছিল গরমের। ঢাকায় আজ বয়ে গেছে তাপপ্রবাহ। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড…

    Continue reading

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    আকাশে ওড়ার পরেই খসে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

    আকাশে ওড়ার পরেই খসে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

    আওয়ামী লীগের টাকায় কুমিল্লায় বিএনপি ও অন্যান্য দলের রাজনীতি চলছে: হাসনাত আবদুল্লাহ

    আওয়ামী লীগের টাকায় কুমিল্লায় বিএনপি ও অন্যান্য দলের রাজনীতি চলছে: হাসনাত আবদুল্লাহ

    ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    পিছিয়ে গেল ‘ভুলচুক মাফ’ মুক্তির তারিখ

    পিছিয়ে গেল ‘ভুলচুক মাফ’ মুক্তির তারিখ

    ফিলিস্তিনে বাংলাদেশিদের প্রথম এতিমখানা উদ্বোধন

    ফিলিস্তিনে বাংলাদেশিদের প্রথম এতিমখানা উদ্বোধন

    জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন, কবিতা-স্লোগানে মুখর কাকরাইল

    জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন, কবিতা-স্লোগানে মুখর কাকরাইল