
মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন রবিউল শেখ নামে বাংলাদেশি ব্যবসায়ী। এ ঘটনায় দোকান থেকে বাংলাদেশি কর্মচারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকার ‘এশিয়া পাওয়ার ডায়নামিক’ দোকানে এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কর্মচারীকে গ্রেফতার করে। তবে, ওই কর্মচারীর নাম জানা যায়নি।
খুনের কারণ সম্পর্কে নিহত রবিউল শেখের এক আত্মীয় সময় সংবাদকে জানিয়েছেন, গ্রেফতারকৃত কর্মচারী ব্যবসায়ী রবিউল শেখের দোকানে দীর্ঘ দিন কাজ করছিলেন এবং বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে শুক্রবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানের ওই কর্মচারী তার মালিকের মাথায় ছুরিকাঘাত করেন। এরপর, আহত অবস্থায় দোকানের বাহিরে এসে মাটিতে লুটিয়ে পড়ে।
ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত থাকলেও, ঘটনার আকস্মিকতায় কেউ বাধা দেয়ার সাহস করেনি। পরবর্তীতে ঘটনাস্থলে রবিউলের মৃত্যু হয়।
এরপর স্থানীয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রবিউলের লাশ ও কর্মচারীকে গ্রেফতার করে নিকটস্থ থানায় নিয়ে যায়।
নিহত ব্যবসায়ী রবিউল শেখ বেশ কয়েক বছর ধরে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এ এশিয়া পাওয়ার ডায়নাকিম নামে একটি দোকান পরিচলনা করতেন। দোকান দেখাশোনার জন্য কয়েকজন বাংলাদেশিকেও সেখানে চাকরি দেন রবিউল।
খুনের শিকার রবিউল মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে ওই কর্মচারীর নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।