মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছেন। সেখানে তিনি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ ও ই-পাসপোর্ট সংগ্রহ করাসহ স্থানীয় আইন কানুন মেনে চলার আহ্বান জানান।
রাজধানী মালে থেকে দূরবর্তী আইল্যান্ড থুড্ডু শহর পরিদর্শনে গিয়ে বসবাসরত বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোহেল পারভেজ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় প্রবাসী বাংলাদেশিদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করে মালদ্বীপে বাংলাদেশের সম্মানকে আরো সমুন্নত করার অনুরোধও জানান তিনি।
আলোচনা সভা শেষে হাইকমিশনার সাক্ষাৎ করেন থুড্ডু শহরের স্থানীয় কাউন্সিলরের সঙ্গে। এ সময় কর্মরত বাংলাদেশিদের সুযোগ সুবিধাসহ অবৈধ কর্মীদের দ্রুত বৈধ করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
থুড্ডু শহর পরিদর্শনে হাইকমিশনারের সফরসঙ্গী হিসেবে ছিলেন মিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী জসিম উদ্দিন ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ।