ভোরে ঢাকার ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসআই-কনস্টেবল বরখাস্ত

দায়িত্বে অবহেলা করায় রাজধানীর গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি এসআই ও কনস্টেবলকে বরখাস্তের এ তথ্য জানান।

পরিদর্শনকালে উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারেন ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও সজাগ রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলোও ফাংশন (কাজ) করছে। যৌথ বাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে। থানার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। থানাগুলো সঠিকভাবে কাজ করছে কি না তা দেখতেই এ পরিদর্শন।

উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখান। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানান অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি, তারা যেন এ সময়েও সজাগ ও সতর্ক থাকে।

চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে। তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। গতকাল বুধবার গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার উপদেষ্টা তার বারিধারাস্থ ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় পৌঁছান। পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর-১ হয়ে দারুসসালাম থানায় যান। দারুসসালাম থানা থেকে টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা পরিদর্শন করেন। পরে সেখান থেকে মোহাম্মদপুর থানায় যান। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে ধানমন্ডি ২৭, সংসদ ভবন, বিজয় সরণি, মহাখালী ও বনানী হয়ে বারিধারার বাসায় ফেরেন।

থানাগুলো পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন।

তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

পথে তিনি জিল্লুর রহমান ফ্লাইওভার চেকপোস্ট ও কালশী মোড় চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন।

এছাড়াও উপদেষ্টা মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। উপস্থিত জনতা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন।

  • Related Posts

    মাঝ আকাশে বিমানের ফ্লাইটে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ

    কেবিন প্রেসার কমে যাওয়া সংক্রান্ত সমস্যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী এক ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। তবে ফ্লাইটে মোট কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমারের…

    Continue reading
    বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে ভারতপন্থি-পাকিস্তানপন্থি কোনো রাজনীতি করা চলবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, দেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করবো।’ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মাঝ আকাশে বিমানের ফ্লাইটে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ

    মাঝ আকাশে বিমানের ফ্লাইটে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ

    বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম

    বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম

    চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

    চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

    ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের দিকে নজর ক্রেমলিনের

    ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের দিকে নজর ক্রেমলিনের

    কুমিল্লায় নেক্সেরা ফাউন্ডেশনের উদ্যোগে ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

    কুমিল্লায় নেক্সেরা ফাউন্ডেশনের উদ্যোগে ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

    ব্যর্থতার দায় নিয়ে বাটলারের পদত্যাগ

    ব্যর্থতার দায় নিয়ে বাটলারের পদত্যাগ

    বৃষ্টিতে বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা না হলে কে জিতবে

    বৃষ্টিতে বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা না হলে কে জিতবে

    পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

    পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

    মালয়েশিয়ায় ইএসকেএলের কার্যক্রম বন্ধের দাবি

    মালয়েশিয়ায় ইএসকেএলের কার্যক্রম বন্ধের দাবি

    নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়: নাহিদ

    নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়: নাহিদ