অবশেষে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেই গেল ‘পুষ্পা : দ্য রুল’ সিনেমাটি। দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনের সিনেমাটি ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবে নাম লেখালো। ‘বাহুবলী ২’ ছবিকে টপকে ভারতীয় বক্স অফিসে সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্রের শিরোপা অর্জন করতে ‘পুষ্পা ২’ ছবির সময় লেগেছে মাত্র ৭ বছর, ৮ মাস এবং ৩ দিন।
পিঙ্কভিলার তথ্য, গেল শনিবার পর্যন্ত সুকুমার পরিচালিত সিনেমাটি ১৩৪৫ কোটি রুপি আয় করেছে ভারতের বক্স অফিস থেকে। ‘বাহুবলী ২’ ছবিটির আয় ১৩৪৭ কোটি। মাত্র ২ কোটি রুপি পিছিয়ে থাকা ‘পুষ্পা ২’ গতকাল রোববারের আয় দিয়েই সর্বোচ্চ আয়ের শীর্ষস্থান দখল করেছে।
৫ ডিসেম্বর মুক্তির পর থেকে এখন পর্যন্ত দারুণ ব্যবসা করে যাচ্ছে পুষ্পার সিক্যুয়েলটি। ভারতের বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে আল্লু অর্জুনের রাজত্ব। চলতি সপ্তাহেই সিনেমাটি ১৪ শ কোটি রুপি আয় করে নতুন ইতিহাস লিখবে বলেও মনে করছেন ভারতের সিনেমার বাণিজ্য বিশ্লেষকরা।
এই তালিকায় ভারতের আঞ্চলিক আয়ে বক্স অফিসে ১৩৪৭ কোটি রুপি আয় নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। আর তৃতীয় স্থানে থাকা ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবির আয় ৯৮৭ কোটি রুপি, চার নম্বরের ‘আরআরআর’ ছবির আয় ৮৯৪ কোটি রুপি এবং তালিকায় পাঁচ নম্বরে থাকা শাহরুখ খানের ‘জাওয়ান’ আয় করেছে ৭৫৪ কোটি রুপি।
তবে বিশ্বজুড়ে মোট আয়ে ‘পুষ্পা ২’ এরইমধ্যে ভারতের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে নাম লিখিয়েছে। পিঙ্কভিলা বলছে, বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ১৭ শ কোটি রুপি ছাড়িয়েছে।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা’ ছবিটিকে ‘বাহুবলী ২’-কে টেক্কা দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে ধরা হচ্ছিল। সিনেমাটি খুব ভালো ব্যবসা করলেও সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে দ্বিতীয় কিস্তি দিয়ে ‘বাহুবলী ২’-কে ছাড়িয়ে শীর্ষে পৌঁছাতে পারলো পুষ্পা।
ভারতের বক্স অফিসকে প্রভাবিত করা সেরা আয়ের বিশটি সিনেমার মধ্যে ‘পুষ্পা ২’ এখন শীর্ষে। এই তালিকার শুরুটা হয়েছিল ১৯৪৩ সালে ‘কিসমেত’ ছবিটি মুক্তির পর। এটি ভারতের প্রথম সিনেমা যা ১ কোটি রুপি আয় করে তাক লাগিয়ে দিয়েছিল। ছবিটি ১৯৪৩ সালের ২৪ সেপ্টেম্বর কলকাতার রক্সি সিনেমা হলে মুক্তি পেয়ে টানা ১৮৭ সপ্তাহ চলেছিল। কেবল এই একটি হল থেকেই সেই সময়ে ১২ লাখ রুপিরও বেশি নেট উপার্জন করেছিল ছবিটি। তখন ভারত ছিল পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমারসহ বিশাল একটি উপমহাদেশ। সেই হিসেবে অশোক কুমার, মমতাজ অভিনীত জ্ঞান মুখার্জি পরিচালিত ‘কিসমেত’ অবিভক্ত ভারতের সবচেয়ে বড় হিট সিনেমা।
এরপর ১৯৫৭ সালে মুক্তি পাওয়া ‘মাদার ইন্ডিয়া’ ছবিটিকে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হিসেবে গণ্য করা হয়। বক্স অফিসের সুনির্দিষ্ট হিসাব অবশ্য তখন ছিল না। তবে মেহবুব খান পরিচালিত নার্গিস দত্ত, সুনীল দত্ত জুটির সিনেমাটি ভারতজুড়ে ১০ কোটি রুপি আয় করে বিস্ময় জাগিয়েছিল। পরের তালিকায় ‘মুঘল-ই-আজম’ ১৫ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়ে ১৯৬০ সালে। তার ঠিক ১৫ বছর পর ৬০ কোটি রুপি আয় করে পূর্বের সব রেকর্ড ভেঙে তছনছ করে দেয় সুপারহিট ‘শোলে’। আর ৫০ কোটি রুপির ক্লাবটিও চালু করে অমিতাভ, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, আমজাদ খান, সঞ্জীব কুমার অভিনীত তারকাবহুল এই সিনেমা।
আর ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘হাম আপকে হায় কৌন’ ছবিটি প্রথম ১০০ কোটি রুপি ব্যবসা করে নতুন মাইলফলক তৈরি করেছিল। ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ নাম লেখায় ভারতের প্রথম ৫০০ কোটি রুপি আয়ের সিনেমা হিসেবে। পরের বছরই ১ হাজার কোটি রুপি আয়ের ক্লাবে ঢুকে ‘বাহুবলী ২। ৭ বছর পর সেই ক্লাবের রাজত্ব দখল নিয়েছে ‘পুষ্পা ২’।