বছরের শেষ দিকে এসে ওটিটি’র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অক্টোবরে মুক্তি পায় তার অভিনীত ভৌতিক গল্পের ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’। এ সিরিজে প্রথমবার ভৌতিক গল্প নিয়ে হাজির হন এ অভিনেতা।
এরপর ২৪ ডিসেম্বর রাতে মুক্তি পায় তার অভিনীত আরও একটি ভৌতিক সিরিজ ‘২ষ’। চার পর্বের এ সিরিজে তিনি ‘ভাগ্য ভালো’ নামের পর্বটিতে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন।
২৬ ডিসেম্বর মুক্তি পায় মোশাররফ করিম অভিনীত আরও একটি ওয়েব ফিল্ম ‘অ-পুরুষ’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন জসিম মন ও তাইফুর জাহান আশিক।
বছরের শেষ দিন মুক্তির কথা রয়েছে মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। ফিল্মটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।