এ যেন এক ভিন্ন সিয়াম আহমেদ। মুখ ভর্তি দাঁড়ি-গোঁফ, জিহ্বা থেকে ঝরঝর করে পড়ছে রক্ত। চোখে মুখে হিংস্রতা ও তৃপ্তির ছাপ। এক দুর্ধর্ষ রূপে তিনি। নতুন সিনেমা ‘জংলি’-তে এমনই অভিনব লুকে ধরা দিতে চলেছেন জনপ্রিয় এ অভিনেতা।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির তালিকায় রয়েছে সিয়াম অভিনীত নতুন সিনেমাটি। প্রতিবারের মত এবারও নিজেকে ভেঙে চরিত্রে ভেতরে ডুব দেয়ার প্রয়াস ছিল সিয়ামের।
সম্প্রতি প্রকাশিত হয়েছে এ সিনেমার পোস্টার। আর পোস্টার প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেতা। কেননা, প্রথম দর্শনে অনেকেই নায়ককে চিনতেই পারেননি। অনেকের আবার অভিনেতার জংলি লুক দেখে গাঁ শিউরে ওঠার মতো অবস্থা।
দর্শকের কাছে এমন চমক নিয়ে আসতে সিনেমার নামের সাথে মিলিয়ে নিজের অভিনব লুক তৈরি করেছেন তিনি। ‘জংলি’ হয়ে উঠতে অনেক ভোগান্তিও পোহাতে হয়েছে নায়ককে।
জানা যায়, প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি সিয়াম। দর্শককে নতুন কিছু উপহার দিতে, চরিত্রটিকে দীর্ঘ সময় নিজের মধ্যে যাপন করেছেন তিনি।
রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমার তালিকায় থাকা ‘জংলি’তে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।
এম রাহিম পরিচালিত সিনেমাটি গেল বছর মুক্তির ঘোষণা দিলেও নানা কারণে তা সম্ভব হয়নি। অ্যাকশন, রোমান্স ও পারিবারিক গল্পের সিনেমাটি থেকে দর্শক চোখ ফেরাতে পারবেন না, এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।