তিক্ততা ভুলে মনোজ কুমারকে শ্রদ্ধা জানিয়ে যা বললেন শাহরুখ

শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন মনোজ কুমার। এ আইনি লড়াইয়ে নির্মাতা ফারহা খানের নামও জড়িয়েছিল। তবে গতকাল (৪ এপ্রিল) প্রবীণ অভিনেতার মৃত্যুর খবর পেয়েই তার বাসভবনে ভাই সজিদ খানকে নিয়ে ছুটে গিয়েছিলেন ফারহা। তবে ‘আইপিএল’র মৌসুম এবং ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকায় শাহরুখকে সেখানে দেখা যায়নি।

মনোজ কুমারের মৃত্যুর খবর পেয়ে বলিউডের সিংহভাগ তারকা শোক প্রকাশ করেছেন। শুধু তাই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজনৈতিক অঙ্গনের অনেকেই শোক জানিয়েছেন। কন্তিু শাহরুখের পক্ষ থেকে কোনো বার্তা না বেশ সমালোচনা হয়েছিল। শেষমেশ মনোজ কুমারের প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকবার্তা দিলেন শাহরুখ খান।

বলিউড বাদশা লিখেছেন, ‘মনোজ কুমার জি এমন সব সিনেমা তৈরি করেছেন, যা আমাদের দেশকে, ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছে। এবং ভীষণ আন্তরিকতার সাথে সিনেমার মাধ্যমে একতার বার্তা দিয়েছেন। সব কিছু মিলিয়েই তিনি একজন প্রকৃত কিংবদন্তি। তার সিনেমাগুলো বলিউডে এক নতুন অধ্যায় তৈরি করেছিল। সেই প্রভাব আজও বহাল তবিয়তে রয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যর। আপনি চিরকাল আমাদের কাছে “ভারত” হয়েই থাকবেন।’ শাহরুখ এমন শোকবার্তায় দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বলিউড বাদশার দাপট যতই হোক, একবার মনোজ কুমারের রোষানলে পড়তে হয়েছিল তাকে। মাত্র ৩৫টি সিনেমা করেই যিনি বলিউডে নিজস্ব ট্রেন্ড ও স্টাইল তৈরি করেছিলেন। সেই মনোজই অতীতে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ কারণে প্রবীণ অভিনেতার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন বলিউডের বাদশা।

ঘটনাটি ২০০৭ সালের। তারকা সমৃদ্ধ ‘ওম শান্তি ওম’ সিনেমা নিয়ে বলিউডে তোলপাড় চলছিল। দর্শকরাও টিজার, ট্রেলার, গানে শাহরুখ-দীপিকার রোম্যান্স দেখে মাতোয়ারা! কিন্তু একটি দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন মনোজ কুমার। ফারহা খান নির্মত ‘ওম শান্তি ওম’ সিনেমার একটি দৃশ্যে দেখা যায় মনোজ কুমার স্টাইলে হাতে মুখ ঢেকে সিনেমার প্রিমিয়ারে প্রবেশ করেছেন শাহরুখ। ইন্ডাস্ট্রির জুনিয়র এক শিল্পীর কাছ থেকে এমন ‘ব্যঙ্গ’ আশা করেননি প্রবীণ অভিনেতা। ভীষণ দুঃখ পেয়ে নির্মাতার সঙ্গে যোগাযোগ করেন। ফারহা খানকে ওই দৃশ্য কেটে ফেলার কথা বলেন মনোজ। বর্ষীয়ান অভিনেতার কথা ফেলতে পারেননি নির্মাতা। তাই ভারতে প্রিমিয়ারের ব্যাঙ্গাত্মক দৃশ্য ছাড়াই ‘ওম শান্তি ওম’ মুক্তি দেয়। তবে মনোমালিন্যের এখানেই সমাপ্তি ঘটেনি।

এ ঘটনার কয়েকদিন পরেই এক দুপুরে শাহরুখ খান মনোজ কুমারকে ফোন করলেন। বাদশার ফোন পেয়েই অপরপ্রান্ত থেকে প্রবীণ অভিনেতা দৃঢ় কণ্ঠ বলেন, ‘ঠিক আছে বাবা, এ আর এমন কী ঘটনা?’ শাহরুখ খানও গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষমা চেয়েছিলেন। বাদশা বলেছিলেন, ‘আমি সত্যিই ভুল করে ফেলেছিলাম। তার যদি খারাপ লেগে থাকে, আমি ক্ষমা চাইছি। মানুষ তো প্যারোডি করে। আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। উচিত ছিল, মনোজ স্যরকে আগে থেকে ফোন করে এই দৃশ্যটির কথা জানিয়ে দেওয়া।’ এরপরই আসল সমস্যা তৈরি হয়।

ভারতের ৬ বছর পর ২০১৩ সালে যখন জাপানে ‘ওম শান্তি ওম’ মুক্তি পায়, তখন আর মনোজ কুমার স্টাইলে ওমের প্রিমিয়ারে প্রবেশ করার দৃশ্য কাটা হয়নি। মূলত কোনো কর্তন ছাড়াই ওই দৃশ্য রয়ে গিয়েছিল সিনেমায়। এইবার মারাত্মক চটলেন মনোজ কুমার। এবার আর মুখে কোনো কথা নয়, সরাসরি আইনি পদক্ষেপ গ্রহণ করলেন। ব্যঙ্গ করার অভিযোগ তুলে ১০০ কোটি রুপির মামলা দায়ের করেন শাহরুখ এবং এরোজ ইন্টারন্যাশনাল প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।

প্রবীণ অভিনেতার মনোজ কুমার আইনজীবী এ প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘ছয় বছর আগে মনোজ কুমারের কাছে ক্ষমা চেয়েও একই ভুলের পুনরাবৃত্তি করলেন শাহরুখ। তাই অভিনেতা এবার আর ছেড়ে কথা বলবেন না!’ দীর্ঘ আইনি লড়াইয়ের পর, শাহরুখ-ফারহার পক্ষে প্রতিক্রিয়া বা ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছে না দেখে সেই মামলা মনোজ কুমার প্রত্যাহার করেছিলেন।

  • Related Posts

    সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

    সরকারি সফরে আজ রোববার (৬ এপ্রিল) রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন। সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ…

    Continue reading
    ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি

    ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। ওই বাসে বাংলাদেশের ৭০ জনের বেশি পর্যটক ছিলেন। বাসটি উলটে এক তীর্থযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। রোববার (৬…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

    সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

    ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি

    ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি

    গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল

    গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল

    বাংলাদেশসহ ১৪ দেশের ওপর সৌদির সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

    বাংলাদেশসহ ১৪ দেশের ওপর সৌদির সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

    সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাসায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

    সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাসায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

    গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

    গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

    ৬ ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগে চ্যাম্পিয়ন্স পিএসজি

    ৬ ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগে চ্যাম্পিয়ন্স পিএসজি

    ‘জংলি’ রিমেক করতে চায় দক্ষিণ ভারত

    ‘জংলি’ রিমেক করতে চায় দক্ষিণ ভারত

    মিশরে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

    মিশরে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

    জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

    জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা