জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে নাহিদ-আখতার

 জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্বে দেওয়া তরুণদের নিয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আজ নতুন রাজনৈতিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।  

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংগঠনটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন নেতৃত্বে আসছেন।

 নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৎকালীন ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন তিনি। ২০২৩ সালের ৪ অক্টোবর ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে। নাহিদ এই সংগঠনের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সংগঠনের আহ্বায়ক আখতার হোসেন অভ্যুত্থানের পর নতুন দলের সদস্য সচিব পদে আসছেন। তিনি ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। কোটা আন্দোলনের সময় পুলিশ শুরুর দিকে তাকে গ্রেপ্তার করে। অভ্যুত্থানের পর তিনি জেল থেকে ছাড়া পান।

এছাড়া হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তারা দুজনই কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়ক হিসেবে সামনের সারিতে ছিলেন।

কমিটিতে জৈষ্ঠ যুগ্ম সম্পাদক পদে রয়েছেন সামান্তা শারমিন। তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ছিলেন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে আলোচনায় রয়েছেন তিনজন। তারা হলেন, ডা. তাসনিম জারা, মনিরা শারমিন ও নাহিদা সরোয়ার নিভা।

এছাড়া প্রধান সমন্বয়কারী পদ পাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন। যুগ্ম সমন্বয়ক পদ পেয়েছেন আব্দুল হান্নান মাসউদ। তিনি অভ্যুত্থানের সময় সামনে সারির সমন্বয়কদের অনুপস্থিতিতে অগ্রণী ভূমিকা রাখেন। দপ্তর সম্পাদক পদ পাচ্ছেন সালেহ উদ্দিন সিফাত।

জুলাই গণঅভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটি সাংগঠনিক কাঠামো দিতে ২২ অক্টোবর হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক করে একটি কমিটি ঘোষণা করে। এই কমিটি দেশব্যাপী অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের সংগঠিত করতে গত কয়েক মাস করেছেন।

এছাড়া নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি করা হয়। নাগরিক কমিটি অভ্যুত্থানে অংশ নেওয়া ও ভূমিকা রাখা তরুণ নেতা, লেখক, সংগঠক, অ্যাক্টিভিস্টদের সংগঠিত করতে কাজ করে।

গতবছরের শেষ দিক থেকে এই কমিটি একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ গ্রহণ করে। তখন থেকেই কমিটিতে কারা আসবেন, নতুন সংগঠন কেমন হবে, তা নিয়ে নানা গুঞ্জন ছিল। দল গঠনের পূর্বে গত কয়েকসপ্তাহে শীর্ষ নেতৃত্ব নিয়ে নানা টানাপোড়নও ছিল। দলে নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ হচ্ছে না অভিযোগ তুলে ছাত্রশিবিরের তিন নেতা নতুন দলের যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নানা টানাপোড়ন ও গুঞ্জন শেষে আজ নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সদস্যসচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিকযাত্রা শুরু করতে পারব। আমরা রাজনীতিতে বাংলাদেশের স্বার্থের কথা বলেছি। ডান-বামের ও মধ্যমপন্থার কথা বলেছি। মানুষের অধিকার ও মর্যাদার কথা বলেছি। আমরা আশাবাদী, আত্মপ্রকাশ অনুষ্ঠানে সকল-ধর্ম বর্ণ লিঙ্গের মানুষের অংশগ্রহণ করবেন।

  • Related Posts

    ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দি

    গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজবন্দি। দীর্ঘ ৪৪ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পান…

    Continue reading
    গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুর

    ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুরসহ আশপাশের বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টা ৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে নাহিদ-আখতার

    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে নাহিদ-আখতার

    ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দি

    ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দি

    গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুর

    গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুর

    একই মাসে তিনবার ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই!

    একই মাসে তিনবার ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই!

    যে কারণে মধ্যরাতে অনিল কাপুরের বাড়িতে রানি

    যে কারণে মধ্যরাতে অনিল কাপুরের বাড়িতে রানি

    ২৮ বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

    ২৮ বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

    রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে ড. ইউনূসের আহ্বান

    রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে ড. ইউনূসের আহ্বান

    ইউক্রেনে রাতারাতি ১৬৬ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৬

    ইউক্রেনে রাতারাতি ১৬৬ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৬

    আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

    আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

    টটেনহ্যামকে হারিয়ে সেরা চারে ম্যানসিটি, ম্যানইউর নাটকীয় জয়

    টটেনহ্যামকে হারিয়ে সেরা চারে ম্যানসিটি, ম্যানইউর নাটকীয় জয়