চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

চ্যাম্পিয়ন্স ট্রফির ডামাডোল শুরু হয়েছে। এরইমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল। টুর্নামেন্টে অংশ নিতে দুবাইয়ের বিমান ধরেছেন শান্ত-মিরাজরা। পুরো স্কোয়াডসহ আছেন কোচিং স্টাফের সদস্যরাও।


চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি নেই সপ্তাহখানেকও। এরইমধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশ দলও পিছিয়ে নেই। আনুষ্ঠানিকভাবে গেল বুধবারই মিরপুরে অনুশীলন শেষ করেছে টাইগাররা। তার আগে সেদিন পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছিল বাংলাদেশ দল।


এদিকে, দেশ ছাড়ার আগে ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছে দল, পেসার নাহিদ রানা জানালেন, ভালো কিছুই হবে। টিম বাস থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত, পুরো দলকেই লেগেছে বেশ ফুরফুরে। বড় টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসী থাকা বেশ জরুরি।


আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। আগামী ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুদল। এর আগে দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার শান্তদের লক্ষ্য আরও বড়। বাংলাদেশ অধিনায়ক সরাসরি জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ।


কাজটি যদিও সহজ নয়। ৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড।


তবে দল নিয়ে আশাবাদী শান্ত বলেন, ‘টুর্নামেন্টে যে ৮ দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। দলের জন্য মনে হয় না এটি বাড়তি চাপ হবে। কারণ, তারাও (স্কোয়াডের সদস্যরা) সেটি চায়। সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। সবাই মিলে দল হয়ে খেলতে পারলে, যেকোনো ম্যাচ জেতা সম্ভব। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

  • Related Posts

    কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসি মুহাম্মাদ মাছুদের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তারা…

    Continue reading
    কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬

    ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যদিও একজন সিনিয়র পুলিশের বরাত দিয়ে…

    Continue reading

    কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

    কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

    কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬

    কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬

    কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

    কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

    তৃতীয় দিন শেষে ঘুরে দাঁড়িয়ে ১১২ রানের লিড বাংলাদেশের, শান্ত-জাকেরের ব্যাটে ভরসা

    তৃতীয় দিন শেষে ঘুরে দাঁড়িয়ে ১১২ রানের লিড বাংলাদেশের, শান্ত-জাকেরের ব্যাটে ভরসা

    ভালো আয় করছে ‘কেসারি চ্যাপ্টার ২’

    ভালো আয় করছে ‘কেসারি চ্যাপ্টার ২’

    মালদ্বীপেও বাংলার ঐতিহ্যের বার্তা

    মালদ্বীপেও বাংলার ঐতিহ্যের বার্তা

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল