খুলনা অথবা চিটাগং- কে খেলবে বিপিএলের ফাইনাল?

বরিশাল বসে আছে ফাইনালে উঠে। আগামী ৭ ফেব্রুয়ারি এবারের বিপিএলে তামিম ইকবাল, মুশফিক, রিয়াদ, ডেভিড মালানের বরিশালের সঙ্গী হবে কে? খুলনা টাইগার্স না চিটাগং কিংস? এ প্রশ্নের উত্তর মিলবে ৫ ফেব্রুয়ারি রাতে।

আগামীকাল বুধবার কোয়ালিফায়ার-২তে ফাইনালের টিকিট কনফার্ম করতেই মুখোমুখি হবে মেহেদি হাসান মিরাজের খুলনা ও মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস।

রংপুর রাইডার্সকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে রাউন্ড রবিন লিগ শেষ করায় সরাসরি কোয়ালিফায়ার-১ এ খেলার সুযোগ পেয়েছিল চিটাগং কিংস; কিন্তু বরিশালের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারের কারণে এখন কোয়ালিফায়ার-২ তে খেলতে হচ্ছে মিঠুনের দলকে। ফাইনালে জিততে আগামীকাল জয়ের বিকল্প নেই চিটাগংয়ের।

অন্যদিকে ৪ নম্বরে থেকে এলিমিনেটর পর্বে রংপুর রাইডার্সকে উড়িয়ে কোয়ালিফায়ার-২ তে উঠে এসেছে মিরাজের দল। বুধবার সন্ধ্যায় চিটাগংকে হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে খুলনা।

নক আউট পর্বের বৈতরণী পাড়ি দিতে খুলনা শেষ মুহূর্তে দলে ভিড়িয়েছে দুই ওয়েষ্ট ইন্ডিয়ান জেসন হোল্ডার ও শেমরন হেটমায়ারকে। অন্যদিকে চিটাগং আর কাউকেই আনেনি। যে দল ছিল সে দলই খেলবে কোয়ালিফায়ার-২ এ।

২ পর্বের রাউন্ড রবিন লিগে দু’দলের জয়-পরাজয় সমান। গত বছর ৩১ ডিসেম্বর ঢাকার শেরে বাংলায় প্রথম সাক্ষাতে ৩৭ রানে জিতেছিল খুলনা টাইগার্স। আর ১৬ জানুয়ারি ফিরতি মোকাবিলায় চট্টগ্রামে ৪৫ রানে জিতেছে চিটাগং কিংস। এখন দেখার বিষয়, ফাইনাল নির্ধারনী ম্যাচে জেতে কোন দল?

রংপুর ও বরিশালের মত অত নামি-দামি তারকা ও ভিনদেশি নেই দু’দলের মধ্যে। তারপরও খুলনা নকআউট পর্বের আগে উড়িয়ে এনেছে দুই ওয়েস্ট ইন্ডিয়ানকে। এই দু’জনই খেলেছেন রংপুরের বিপক্ষে এলিমিনেটর পর্বে। সাথে ছিলেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ ও অ্যালেক্স রস।

রংপুর মাত্র ৮৫ রানে অলআউট হলেও জেসন হোল্ডার ১ ওভার বল করে ১১ রান দিয়ে উইকেট পাননি। আর হেটমায়ারকে ব্যাটিংয়েই নামতে হয়নি। বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ ৪ ওভার বল করে ২১ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। আর ওয়ানডাউন নেমে অ্যালেক্স রস অপরাজিত ছিলেন ২৯ রানে (২৭ বলে)।

তবে চিটাগাং কিংস ফরচুন বরিশালের বিপক্ষে কোয়ালিফায়ার-১ এ চিটাগংয়ের হয়ে খেলা ৪ বিদেশি খাজা নাফী, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী ও বিনুরা ডি সিলভাই হয়ত কাল বুধবার কোয়ালিফায়ার-২ এ চিটাগাংয়ের জার্সি গায়ে মাঠে নামবেন।

৩১ বছর বয়সী ইংলিশ টপ অর্ডার গ্রাহাম ক্লার্কের একটি অনবদ্য শতক আছে খুলনা টাইগার্সের বিপক্ষে। সেটা ছিল ১৬ জানুয়ারি চট্টগ্রামে ফিরতি পর্বে। ৫০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে চিটাগাংয়ের জয়ের ভিত গড়ে দেন ক্লার্ক।

তার অনবদ্য শতকে ২০০ রানের বড় পুঁজি পায় চিটাগাং। বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি বল হাতে জ্বলে উঠলে সেটা বড় পুঁজি বলে গণ্য হয়। সানি ২৫ রানে ৩ উইকেটের পতন ঘটালে ১৫৫ তে অলঅঅউট হয় খুলনা। দেখা যাক কাল বুধবার কী হয়?

  • Related Posts

    কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি এনসিপির

    খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অন্তর্বর্তী সরকারের ধীর পদক্ষেপের সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শিক্ষার্থীদের প্রতি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ‘ধীর পদক্ষেপ’কে অবহেলার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন তারা।একইসঙ্গে কুয়েট…

    Continue reading
    ক্লাস বর্জন ও প্রতীকী অনশনের আহ্বান জানিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

     খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন। পাশাপাশি তারা বুধবার (২৩ এপ্রিল) সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্লাস বর্জন…

    Continue reading

    কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি এনসিপির

    কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি এনসিপির

    ক্লাস বর্জন ও প্রতীকী অনশনের আহ্বান জানিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    ক্লাস বর্জন ও প্রতীকী অনশনের আহ্বান জানিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই

    ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই

    সৌদি, কাতার ও আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প

    সৌদি, কাতার ও আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প

    আধিপত্য বিস্তার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রুপে ককটেল বিস্ফোরণ

    আধিপত্য বিস্তার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রুপে ককটেল বিস্ফোরণ

    লখনৌকে উড়িয়ে টেবিলের দুইয়ে উঠলো দিল্লি

    লখনৌকে উড়িয়ে টেবিলের দুইয়ে উঠলো দিল্লি

    বদলে যাচ্ছে অস্কার, ৯৮তম আসরের তারিখ ঘোষণা

    বদলে যাচ্ছে অস্কার, ৯৮তম আসরের তারিখ ঘোষণা

    প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় ভাসালেন মালয়েশিয়ার জনপ্রতিনিধি

    প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় ভাসালেন মালয়েশিয়ার জনপ্রতিনিধি

    কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

    কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

    কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬

    কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬