
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১০৫ প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট করে তারা ঢাকায় পৌঁছান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক এই প্রত্যাবাসনের ফলে ১৫টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরে এলেন মোট ৯৬৩ বাংলাদেশি। প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছে আইওএম।
প্রসঙ্গত, লেবাননে সাম্প্রতিক বোমা হামলায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে ইসরাইলের মুহুর্মুহু হামলার পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। এ অবস্থায় দেশে ফেরত আসছে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার।