বরগুনায় এক কুকুরের কামড়ে ৩২ জন আহত

বরগুনার আমতলীতে এক পাগল কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৩২ জন আহত হয়েছেন। আহতরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আমতলী পৌর শহরে এ ঘটনা ঘটেছে। তবে অনেক চেষ্টা করেও পাগল কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে এলাকায় স্থানীয়রা লাঠিসোটা নিয়ে পাহারা বসিয়েছেন।


ভুক্তভোগীরা জানান, সকালে ৯টার দিকে আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে কাজ করছিলেন মাসুদ রানা (৪৫) নামের এক ব্যক্তি। এ সময় আকস্মিকভাবে একটি কুকুর এসে তাকে কামড়ে দৌড়ে চলে যায়। এরপর একে একে কুকুরটি একই ওয়ার্ডের রাফিন (৬), জাহিদ (১৫), তানিয়া বেগম (১১), আবু রায়হান (১২) তানজিল আহম্মেদ (১৫), লাল চান (১০), তমাল (২৪), আপন হাওলাদার (২০), শাকিব (১৪), শংকর (৩২), জোহামনি (৯), সীমা (২৯), শেফালী (৫০), নির্মল (৫৫), ইয়ামনি (১১) নয়ন (১৯), মোমেনা (১৭), হাফছা (৩২) এখলাস (১৩) আব্দুল মান্নান (৩৩), ইয়ামিন (১৪), বাচ্চু মিয়া (৪০) তিন নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ (৭), আরাফাত (৯), আব্দুল মালেক (৭৫), হাসিব (৭), ইউসুফ (২৪), সাগর (১৯), আরিফ (১৮), শাহাভানু (১০৪), নির্মল (৫৫) কামড়ে আহত করে।


রাফিন নামে এক শিশু জানায়, বাড়ির সামনে মাঠে খেলছিলে সে। এ সময় কালো রঙের একটি কুকুর এসে তার শরীরের পেছন দিকে ২-৩টি কামড় দিয়ে দৌড়ে চলে যায়।


রাফিনের বাবা মোস্তফা মাতুব্বর বলেন, ‘ছেলেটির চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সে চিৎকার করছে। ভয়ে তার শরীর কাঁপছিল। দ্রুত তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যাই।’

আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বৃদ্ধ আব্দুল মালেক বলেন, ‘সরকারি হাইস্কুলের সড়ক ধরে বাসায় ফিরছিলাম। আকস্মিক একটি কালো রঙের কুকুর এসে আমাকে কামড় দেয়। ভয়ে আমি দৌড় দিয়েও রক্ষা পাইনি। পরে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিয়েছি।’


পাগলা কুকুরে কামড়ের ১৮জন লোক আহত হওয়ার খবর ছড়িয়ে পরায় আমতলী পৌরসভার এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর যুবকরা লাঠিসোটা নিয়ে পাড়ায় মহল্লায় পাহারা বসায়। তবে এখন পর্যন্ত পাগল কুকুরটিকে আটক করা যায়নি।


আমতলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান বলেন, ‘কুকুরের কামড়ে আহত ১২ জনকে আমতলী হাসপাতালে চিকিৎসা দিয়েছি। আরও ৬ জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।’


আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘পাগলা কুকুরের আক্রমণে আহত হওয়ার খবর শুনে পৌরসভা সংশ্লিষ্ট শাখাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।’

  • Related Posts

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, আমরা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ দেখি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    যুক্তরাষ্ট্রের মিজৌরির সেন্ট লুইসের ওপর দিয়ে বয়ে যাওয়া সম্ভাব্য একটি টর্নেডোসহ প্রবল ঝড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার। খবর এপির। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

    বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

    চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

    চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

    আটকে আছে ‘থান্ডারবোল্টস’ মুক্তি, ক্ষোভে হামলার হুমকি দর্শকের!

    আটকে আছে ‘থান্ডারবোল্টস’ মুক্তি, ক্ষোভে হামলার হুমকি দর্শকের!

    মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

    মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান