সভাপতির ডাক পেয়ে বার্সেলোনা যাচ্ছেন মেসি!

যে ডেরায় বড় হয়েছিলেন তর্কযোগ্যভাবে বর্তমান ফুটবল বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি, সেই ডেরায় তার ফেরার খবরে এখন ব্যবহার করতে হয় আশ্চর্যবোধক চিহ্ন। এটাই বোধহয় সময়ের খেলা। বার্সেলোনা নামক ছোটবেলার ঘরে ফেরত যাচ্ছেন মেসি, এমন খবর শুনলে এখন খানিকটা ঘোরে চলে যান ফুটবলভক্তরা। পরক্ষণেই নড়েচড়ে বসে কৌতুহলের ভঙ্গিতে কিছুটা আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, আসলেই কি তাই? মেসি সত্যিই বার্সেলোনায় ফিরবেন?

২০০০ সালে মেসির বয়স কেবল মাত্র ১৩। ওই সময় বার্সেলোনা ছাড়া বোধহয় অন্যকিছু চিনতেন না মেসি। অর্বাচীন বালক মেসি খেলা শুরু করলেন বার্সার ইয়ুথ দলে। সময়ের ব্যবধানে ক্রমেই আর্জেন্টাইন বালক হয়ে উঠলেন ফুুটবল বিশ্বের সেরা তারকা। পুরো বিশ্বে নিজের তারকাখ্যাতি ছড়িয়ে দিলেন। ফুটবল খেলাকেই চেনালেন নতুন করে।

দুই দশকেরও বেশি সময় বার্সেলোনায় থাকার পর ২০২১ সালে জীবনের মোড় ঘুরে গেল মেসির। অর্থ সংকটে পড়লো ইউরোপের অন্যতম নামীদামি ক্লাবটি। ভেতরে সিদ্ধান্ত হলো- মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না বার্সা। অর্থাৎ হাতে গড়া তারকাকে ছেড়ে দেবে স্প্যানিশ লা লিগার ক্লাব। খবরটা যেন বিশ্বাসই করতে পারছিলেন না বার্সা ও ফুটবলপ্রেমীরা।

সে সময় বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা প্রতিজ্ঞা করেছিলেন, তিনি মেসিকে রাখবেন। শেষ পর্যন্ত পারলেন না। অবশেষে দীর্ঘ ২১ বছরের সম্পর্কচ্ছেদ হলো মেসি ও বার্সার। সম্পর্কে তিক্ততার এক পর্যায়ে সব মায়া ছেড়ে ক্যাম্প ন্যু থেকে মেসি উড়াল দিলেন ফ্রান্সের প্যারিসের বিমানে।

দুই মৌসুম খেললেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। এরপর উঠলেন যুক্তরাষ্ট্রের বিমানে। খেলা শুরু করলেন এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামির জার্সিতে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রেই আছেন মেসি। বার্সার সঙ্গে তিক্ততা এতটাই প্রবল ছিল যে, ২০২১ সালের পর ক্লাব ছাড়ার পর একবারের জন্যও বার্সেলোনায় যাননি ৮বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

আগামী ২৯ নভেম্বর বার্সার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন মেসি। বার্সার স্থানীয় রেডিও ব্রডকাস্ট প্রতিষ্ঠান টোট কস্তা বলছে, এই অনুষ্ঠানে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবের সভাপতি লাপোর্তা।

জানা গেছে, বার্সা সভাপতির আমন্ত্রণ এড়িয়ে যাবেন না মেসি। সেটি হলে প্রিয় তারকাকে আরও একবার ক্যাম্প ন্যুতে দেখতে পারবেন কোটি কোটি ভক্ত।

গেল অক্টোবরে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছিলেন বার্সায় মেসির সতীর্থ আন্দ্রে ইনিয়েস্তা। স্প্যানিশ বিশ্বকাপজয়ী এই তারকাকে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানিয়েছিল বার্সা। প্রিয় সতীর্থের বিদায় সংবর্ধনায়ও মেসি যাননি। না যাওয়ার পেছনের কারণ হতে পারে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচ।

এবার আর ব্যস্ততা নেই মেসির। কারণ ২০২৪ সালের শেষ ম্যাচটি গতকাল বুধবার খেলে (পেরুর বিপক্ষে) ফেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে মিয়ামিতেও ২০২৪ মৌসুম শেষ হয়েছে। আশা করা হচ্ছে, ২৯ নভেম্বরের অনুষ্ঠানে মেসিকে ক্যাম্প ন্যুতে দেখা যাবে।

  • Related Posts

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধন করবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম…

    Continue reading
    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    দেশের বিভিন্ন স্থানে আজ দিনে বৃষ্টি হলেও রাজধানী ঢাকা ছিল বৃষ্টিহীন। সেইসঙ্গে বাতাসের সঙ্গে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি ছিল গরমের। ঢাকায় আজ বয়ে গেছে তাপপ্রবাহ। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড…

    Continue reading

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    আকাশে ওড়ার পরেই খসে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

    আকাশে ওড়ার পরেই খসে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

    আওয়ামী লীগের টাকায় কুমিল্লায় বিএনপি ও অন্যান্য দলের রাজনীতি চলছে: হাসনাত আবদুল্লাহ

    আওয়ামী লীগের টাকায় কুমিল্লায় বিএনপি ও অন্যান্য দলের রাজনীতি চলছে: হাসনাত আবদুল্লাহ

    ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    পিছিয়ে গেল ‘ভুলচুক মাফ’ মুক্তির তারিখ

    পিছিয়ে গেল ‘ভুলচুক মাফ’ মুক্তির তারিখ

    ফিলিস্তিনে বাংলাদেশিদের প্রথম এতিমখানা উদ্বোধন

    ফিলিস্তিনে বাংলাদেশিদের প্রথম এতিমখানা উদ্বোধন

    জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন, কবিতা-স্লোগানে মুখর কাকরাইল

    জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন, কবিতা-স্লোগানে মুখর কাকরাইল