স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আজ পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। গতকাল তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।আজ দুপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এই কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে। প্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে তার যেন আত্মার সম্পর্ক ছিল। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ ভলিবল ফেডারেশন, বাংলাদেশ রাগবি ফেডারেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
জাকারিয়া পিন্টু কেবল একজন ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন দেশের খেলাধুলার একটি ইতিহাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে ফুটবল ম্যাচ খেলে প্রাপ্ত অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে।