রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় একটি মহিষের গুঁতায় সাথী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তিরা হলেন রনি (৩০), তাঁর স্ত্রী নাদিয়া (২৪) ও শামছু (৪৫)। আহত ব্যক্তিদের রাত সোয়া আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত নাদিয়ার ভাই নাহিদ বলেন, বুধবার সন্ধ্যার দিকে মগবাজারের আমবাগান এলাকার চল্লিশ ঘর নামের স্থানে একটি মহিষ আচমকা ছুটে আসে। এসেই এলাকায় যাকে সামনে পায়, তাকে শিং দিয়ে আঘাত করে। ঘটনার সময়ে বিদ্যুৎ চলে গিয়েছিল। তাই অনেকেই কমবেশি আহত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে শামছু নামের একজনের পেটের নাড়ি বের হয়ে গেছে। নাদিয়ার ডান পা ভেঙে গেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট হাতিরঝিল থানায় জানানো হয়েছে।
নিহত সাথীর বিষয়ে নাহিদ প্রথম আলোকে বলেন, তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে মগবাজারের কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।