চেন্নাই টেস্টে রেকর্ড ব্যবধানে হার বাংলাদেশের

চেন্নাই টেস্টে বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অলআউট হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে ভারতের। টেস্টে রানের হিসেবে ভারতের কাছে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় হার।

আজ রোববার ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চেন্নাই টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু দিনের প্রথম সেশনও টিকলো না বাংলাদেশ। ৭৬ রান তুলতেই বাকি ৬ উইকেট হারায় সফরকারীরা।

গতকাল শনিবার ১৪৬ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। জয় বা ড্র, কোনোটি না পারলেও অন্তত ব্যবধানটা কমাতে পারবেন, এমনটিই প্রত্যাশা ছিল ভক্তদের।

কিন্তু ভক্তদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি সাকিব-শান্ত। ৪৮ রানের জুটি করে আউট হয়ে যান সাকিব। ৫৬ বলে ২৫ রান করে সাজঘরে ফেরত যান টাইগার ব্যাটার।

৫২তম ওভারে রবীচন্দ্রন অশ্বিনকে ঠেকাতে যান সাকিব। কিন্তু তার ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় ব্যাকওয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো যসস্বি জয়সওয়ালের হাতে। এতে চতুর্থ দিনে প্রথম আর ইনিংসের পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

পিচে এসে টিকতে পারেননি নতুন ব্যাটার লিটন দাসও। ৫৫তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ হন উইকেটরক্ষক ব্যাটার। ১০ বল খেলে মাত্র ১ রান করেন লিটন।

অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন মেহেদী হাসান মিরাজ (১০ বলে ৮)। ডানহাতি এই ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়ে ফাইফার পূর্ণ করেন অশ্বিন।

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন একটি সেঞ্চুরি আশা করছিলেন শান্তর কাছ থেকে। কিন্তু শেষ পর্যন্ত সুজনের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি শান্ত। সতীর্থদের সহায়তা না পেয়ে ধৈর্য হারান এই ব্যাটার। মারতে যান বড় শট। তাতেই গড়বড় করে ফেলেন বাংলাদেশ অধিনায়ক।

জাসপ্রিত বুমরাহর বলে উড়িয়ে মারতে গিয়ে এক্সটা কভার অঞ্চলে জাদেজার হাতে ক্যাচ হন শান্ত। ১২৭ বলে ৮২ রান করেন তিনি।

এরপর আউট হয়ে যান তাসকিন আহমেদও (৪ বলে ৫)। অশ্বিনের ষষ্ঠ শিকার হন তিনি। ১৪ বলে ৭ করে জাদেজার বলে হাসান মাহমুদ বোল্ড হলে চেন্নাইয়ে ব্যর্থ মিশন শেষ হয় বাংলাদেশের।

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। অন্যদিকে প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

  • Related Posts

    সারাদেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ

    জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এ সমস্যা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। দেশের…

    Continue reading
    ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

    মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরেছেন তিনি। রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে তাদের মধ্যে বৈঠক হয়েছে।…

    Continue reading

    সারাদেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ

    সারাদেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ

    ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

    ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

    হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর

    হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর

    ফিরতি লেগও জিতে ফাইনালে হামজার শেফিল্ড ইউনাইটেড

    ফিরতি লেগও জিতে ফাইনালে হামজার শেফিল্ড ইউনাইটেড