এসেছে জয় শাহরিয়ার ও পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর দ্বৈত অ্যালবাম ‘তথাগত’। এক গান প্রকাশের যুগে সাত গানের এই অ্যালবাম প্রকাশ করেছে আজব রেকর্ডস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার সঙ্গে বাংলাদেশের জয় শাহরিয়ারের এই অ্যালবামে গান লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, এশরার লতিফ, তানবীর সাজিব, সালমা সুলতানা ও মারুফ হাসান। সব গানের সুর করেছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার, মহান ফাহিম, আমিন জামায়েল তিলক। ‘তথাগত’ অ্যালবামের গানগুলো হলো আরেকটিবার বাঁচো, কেউ নেই ভালো, কিংবা তোমার কেউ না, উটপাখি ও কথারা।
নতুন অ্যালবাম নিয়ে নচিকেতা বলেন, জয়ের গান আমার ভালো লাগে। গানের প্রতি জয়ের নিবেদন প্রশংসনীয়। ওর সাথে পুরো অ্যালবাম করতে ভালো লেগেছে। আশা করি, আমাদের শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।
অ্যালবাম নিয়ে জয় শাহরিয়ারের ভাষ্য, ‘নচিদা আমার স্বপ্নের শিল্পীদের একজন। ওনার সঙ্গে দ্বৈত অ্যালবাম আমার স্বপ্নপূরণ। এর আগে বিশ্বদার সঙ্গে অ্যালবাম করেছিলাম ২০১৬ সালে। আট বছর পর আবার দ্বৈত অ্যালবাম করলাম। আশা করি শ্রোতাদের ভালো লাগবে আমাদের গান।’
তথাগত অ্যালবামটি শোনা যাচ্ছে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে। এ ছাড়া স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, স্বাধীন মিউজিকসহ বিশ্বজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে এই অ্যালবামের গান।