ইতিহাস গড়লেন এশিয়ার প্রথম এমিজয়ী আনা

এশিয়ার কেউ প্রথম এমি জিতলেন, গড়লেন ইতিহাস। সেই ইতিহাসের মহানায়িকা হিসেবে নাম লেখালেন জাপানী অভিনেত্রী আনা সাওয়াই। হুলুতে দেখানো ‘শোগান’ সিরিজ এমনই আলোচনার জন্ম দিয়েছিল যে, এবারের এমিতে সেটি জিতে নিয়েছিল ২৫টি মনোনয়ন। জিতল ১৮টি। তার মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনা। সেরা অভিনেতা হিরোউকি সানাডা।

গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারের মঞ্চে ৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস নিতে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন আনা। তিনি বলেন, ‘আমার নাম ঘোষণা করার আগেই আমি কাঁদতে শুরু করি। নামটা শোনার পর পুরো এলোমেলো হয়ে গিয়েছিলাম।’ পরিবারকে ধন্যবাদ জানিয়ে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমার ওপর আস্থা রেখে চরিত্রটি করার সুযোগ দেওয়ায় ধন্যবাদ। এটি আমার জীবনের সেরা কাজ হয়ে থাকবে।’ এ ছাড়া তিনি ধন্যবাদ দেন টেলিভিশন অ্যাকাডেমি, সিরিজের নির্মাতা র‌্যাচেল কন্ডো ও জাস্টিন মার্কসকে।

মায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আনা বলেন, ‘মা, তোমাকে ভালোবাসি। তোমার কারণেই আজ আমি এখানে। তুমি আমাকে আত্মসংযম ও সুখেদুঃখে নিস্পৃহতার আদর্শ শিখিয়েছিলে। সে কারণে আমি মারিকো চরিত্রটি ধারণ করতে পেরেছি।’ ‘শোগান’ সিরিজে তাডা মারিকো নামে এক রহস্যময়ীর চরিত্রে অভিনয় করেছেন আনা সাওয়াই। চরিত্র প্রসঙ্গে পিপল ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, ‘যখন শুটিং শেষ করি, ভেবেছিলাম শেষ, এই চরিত্র ভুলে যাব। কারণ পরদিন আমাকে অন্য একটি ছবির কাজ শুরু করতে হবে। যখন আমরা ‘শোগান’-এর প্রচারণা শুরু করলাম, মনে হলো তখনও আমি চরিত্রটায় ডুবে আছি। কারণ কোনো দৃশ্য বা চরিত্রটি কিছু বলতে শুরু করলেই আমার চোখে জল এসে যাচ্ছিল।’

এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানের আগে ভোগ ম্যাগাজিনকে আনা বলেন, ‘ছবিটার শুটিং শেষ হওয়ার পর মাকে একটা উপহার দেব ভেবেছিলাম। কারণ তিনি আমাকে এই পেশায় আসার অনুমতি দিয়েছিলেন। আমি তার জন্য একটা আংটি কিনে রেখেছিলাম। নিজের জন্য কিনতে পারিনি, কারণ জিনিসটা বেশ দামি। দামি জিনিসটা আমি গুরুত্বপূর্ণ ওই মানুষটিকেই দিতে চেয়েছিলাম।’

আনা অভিনীত ‘শোগান’ পেয়েছে সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীর পুরস্কার। এ ছাড়া সেরা অতিথি চরিত্রসহ মোট ১৮টি পুরস্কার। এর আগে ২০১৯ সালে এই পুরস্কারে ৩২টি মনোনয়ন পেয়েছিল ‘গেম অব থ্রোনস’। ‘শোগান’ ১৭ শতকের গৃহযুদ্ধ চলাকালীন জাপানের গল্প তুলে ধরেছে।

  • Related Posts

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ‍্য- তা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,…

    Continue reading
    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গো নদীতে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবারের ওই…

    Continue reading

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    দুই বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আইসিইউতে

    দুই বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আইসিইউতে

    মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান, ১০ বাংলাদেশিসহ আটক ৪৫ অভিবাসী

    মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান, ১০ বাংলাদেশিসহ আটক ৪৫ অভিবাসী

    রেললাইনে বাস, কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

    রেললাইনে বাস, কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

    গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

    গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

    দুপুরের মধ্যে যেসব জেলার ওপর ঝড়ের শঙ্কা

    দুপুরের মধ্যে যেসব জেলার ওপর ঝড়ের শঙ্কা

    ১৪ ওভারের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দুইয়ে উঠে এলো পাঞ্জাব

    ১৪ ওভারের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দুইয়ে উঠে এলো পাঞ্জাব