জাতীয় নির্বাচনে অনলাইনে ভোট দিতে আগ্রহী ফ্রান্সের প্রবাসীরা

জুলাই আন্দোলন পরবর্তী সময়ে মানুষের মাঝে নতুন উদ্দীপনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটাধিকার প্রয়োগ। দীর্ঘদিন ধরে সাংবিধানিক এই অধিকার অনুপস্থিত থাকায় জনগণের মাঝে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।এই নতুন উদ্যমের বাতাস লেগেছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মাঝেও। ‘প্রবাসী ভোটে’র আলোচনায় তারাও নতুন বাংলাদেশ গড়ায় অবদান রাখার স্বপ্ন দেখছেন।

জানা যায়, প্রবাসীদের ভোটদান পদ্ধতির মধ্যে প্রক্সি ভোটিং, অনলাইন ভোটিং ও পোস্টাল ভোটিং -এ তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে এমআইএসটি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বুয়েটের প্রযুক্তিবিদদের নিয়ে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে রিপোর্টও জমা দিয়েছে।

এই তিন পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে ভোট প্রদানে ফ্রান্সের বাংলাদেশিরা আগ্রহী -এ নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছে বাংলানিউজ২৪। তাদের মধ্যে অধিকাংশ ভোটারই অনলাইন ভোটিংয়ের মাধ্যমে ভোট প্রদান করতে চেয়েছেন।

বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) – এর সাধারণ সম্পাদক নাজমুল কবির বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার একটি দীর্ঘদিনের দাবি। রাজনৈতিক দলগুলোর জোরালো ভূমিকার অভাবে এটি এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি। অথচ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নিয়ে তাদের কত গর্ব! আধুনিক প্রযুক্তির মাধ্যমকে ব্যবহার করে নিখুঁতভাবে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। সেক্ষেত্রে অনলাইন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। তবে এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আগে। ’

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) এর কো-অর্ডিনেটর মাহবুব হোসাইন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অনলাইন ভোটিং প্রেফার করি। কেননা পোস্টাল ভোটিংয়ে ভোট সময়মতো পৌঁছাবে কিনা অনিশ্চয়তা আছে আর প্রক্সি ভোটিংয়ে নিজে সরাসরি ভোট দেওয়া যাচ্ছে না। ’

বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি আইনজীবী আকাশ হেলাল বলেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘এই তিন পদ্ধতির বাইরে গিয়ে সরাসরি ব্যালট পদ্ধতিতে ভোটিং করলে আরোও ভালো হয়। অনেকেই অনলাইনে ভোট দিতে না-ও জানতে পারেন। তারা দূতাবাসে গিয়ে নির্দিষ্ট দিনে নিজের আইডি কার্ড বা পাসপোর্ট দেখিয়ে ভোট দিতে পারেন। তবে প্যারিসের দূরে যারা বাস করেন তাদের জন্য সঠিক নিরাপত্তা বিধানের পর অনলাইন ব্যবস্থা চালু করা যায়। ’

উল্লেখ্য, প্রবাসী ভোটারের সংখ্যা কত- এ নিয়ে স্পষ্ট কোনো সংখ্যা কোথাও উল্লেখ নেই। বিবিএসের জনশুমারি অনুযায়ী, প্রবাসীর সংখ্যা ৫০ লাখ ৫৩ হাজার, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ১ কোটি ২৫ লাখ, বিএমইটিএর তথ্যমতে ১ কোটি ৪৮ লাখ এবং জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছিলেন ১ কোটি ৫৫ লাখ। এই সংখ্যাটি এখন আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

  • Related Posts

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

    দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে সোমবার (২৮ এপ্রিল) ভোর ৩টায় তিনি দেশে পৌঁছান। প্রধান উপদেষ্টার সিনিয়র…

    Continue reading
    সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের ১০ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টা৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অভ্যন্তরীণ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

    সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ নারীর মৃত্যু

    গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ নারীর মৃত্যু

    হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না

    হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না

    সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েও হারলো মিয়ামি

    ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েও হারলো মিয়ামি

    ‘মা পদক’ পাচ্ছেন ডলি জহুর

    ‘মা পদক’ পাচ্ছেন ডলি জহুর

    মালদ্বীপে বিশেষ অভিযানে ৫০ প্রবাসী শ্রমিক আটক

    মালদ্বীপে বিশেষ অভিযানে ৫০ প্রবাসী শ্রমিক আটক

    পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

    পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

    ভ্যানিটি ব্যাগে টান দিয়ে নারীকেও টেনে নিয়ে গেলো প্রাইভেটকার

    ভ্যানিটি ব্যাগে টান দিয়ে নারীকেও টেনে নিয়ে গেলো প্রাইভেটকার