১০ দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরমধ্যে পানির স্রোতে পল্লীবিদ্যুতের খাম্বা পড়ে ১০ দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন চরাঞ্চলের দেড় হাজার পরিবার।

উপজেলার বাবুপুর, সাত্তার মোড়, নিশিপাড়া, কদমপাড়া, সেতারাপাড়া শেয়ালপাড়া চরলক্ষ্মীপুরসহ বেশ কিছু গ্রামে এখন বিদ্যুৎ নেই।

স্থানীয় বাসিন্দা আনারুন ইসলাম টুকু বলেন, পদ্মা নদীর তীব্র স্রোতে খাম্বা পড়ে যাওয়ায় তারা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বাভাবিক কাজ করতে পারছে না।

শরিফুল ইসলাম নামে এক ভ্যানচালক বলেন, ১০ দিন ধরে অন্ধকারে বসবাস করছি। ভ্যানে চার্জ দিতে পারছি না। এতে আয় হচ্ছে না। এখন আমরা কি খাবো? কোথায় থাকবো?

রফিকুল ইসলাম বলেন, ১০ দিন ধরেই অন্ধকারে। কানসাট পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তারা।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ১০ দিন আগে পদ্মা নদীর তীর সাত্তার মোড়ের একটি খাম্বা নদীতে পড়ে যায়। ঘটনাটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর পরও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এতে তীব্র গরমে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে বাসিন্দাদের।

চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, স্রোতের কারণে খাম্বাটি পুঃস্থাপন করা যাচ্ছে না। নদীতে পানি কমলে দ্রুত সমাধান করা হবে।

  • Related Posts

    আ’লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান শুরু

    গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)…

    Continue reading
    যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক হাসনাতের

    গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (৮ মে)…

    Continue reading

    আ’লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান শুরু

    আ’লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান শুরু

    যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক হাসনাতের

    যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক হাসনাতের

    আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে: নাহিদ ইসলাম

    আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে: নাহিদ ইসলাম

    পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, জম্মুর বিমানবন্দরে বিকট বিস্ফোরণ

    পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, জম্মুর বিমানবন্দরে বিকট বিস্ফোরণ