
ইতালির তুরিন শহরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসের ফ্লোর বল ইভেন্টে বাংলাদেশ স্বর্ণ জিতেছে। ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ফাইনালে বাংলাদেশ দলের পক্ষে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন।
এর আগে শুক্রবার বাংলাদেশ সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড ন্ড টোবাগোকে এবং ইউক্রেন ভারতকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।