
হাবিবুর রহমান মুন্না।।
স্লোগানে উত্তাল কুমিল্লা সারাদেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়ছে। বিক্ষোভে কলেজের হাজার খানেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
এসময় ধর্ষণ বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো নগর। ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া। আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই। সারা বাংলায় খবর দে, ধর্ষক ধরে করব দে।’ এসময় তাদের এই বিক্ষোভে সাধারণ ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।
সরেজমিনে দেখা যায়, কান্দিরপাড় পূবালী চত্বর এলাকার বিভিন্ন সড়কে ধর্ষণ বিরোধী স্লোগানে দিয়ে মিছিল করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে টাউন হল থেকে বাদুরতলা, ঝাউতলা হয়ে পুলিশ লাইন্স পর্যন্ত যায় শিক্ষার্থীরা। পুলিশ লাইন্স থেকে মিছিল নিয়ে আবার আসে পূবালী চত্বর। এ সময় পূবালী চত্বরে এক প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশের সব নারীদের নিরাপত্তা এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে সমাজের সব স্তরের নারীদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন, ধর্ষণ, গণপিটুনি ও সাইবার বুলিংয়ের উদ্বেগজনক ঘটনা ঘটছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। সরকারের কাছে আমরা বলবো অপরাধীদের ধরুন এবং কঠোর ব্যবস্থা নিন।
এসময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জাহিদুল ইসলাম, ঊর্মিলা প্রীতি, মাকসুদা সুলতানা, সামি ও তানভীরসহ আরো অনেকে।