মায়ের শাড়িতে বেশ মানিয়েছে মেহজাবীনকে

ছোটপর্দার তারকা মেহজাবীন চৌধুরী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে মেহজাবীন জানিয়েছেন, ‘তিনি মায়ের দেওয়া শাড়িতে সেজেছেন।’ লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছে তাকে।

১. ছবি পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের আক্দ ১৪.০২.২০২৫, ভালোবাসার দিনে, আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।’

২. শাড়ির কথা উল্লেখ করে মেহজাবীন লেখেন, ‘আমার মা তার আক্দের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার।’

৩. মেহজাবীনের ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে তার অনুরাগীরা লুফে নিয়েছেন। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করছেন। নাহিদ ফাতিমা নামের একজন লিখেছেন, ‘দারুণ লাগছে অনেক অনেক ভালোবাসা দোয়া থাকবে আপু আপনাদের জন্য।’ ‘স্নিগ্ধ ভালোবাসা’ নামের একটি ফেসবুক আইডি থেকে মন্তব্য করে লেখা হয়েছে, ‘বিয়ের দিন থেকে আজকে বেশি সুন্দর লাগছে।’

৪. চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে একটি রিসোর্টে মেহজাবীনের গায়ে হলুদ। পরদিন একই ভেন্যুতে বিয়ের অনুষ্ঠান হয়।

৫. দেশের পরিস্থিতির কারণে আয়োজনে একটু দেরি হয়ে গেছে। এর আগে বেশ কয়েকবার মেহজাবীন-আদনান আল রাজীবের প্রেম-বিয়ে নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন রটেছে। সংবাদের শিরোনাম হয়েছেন তারা। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন দুই তারকা।

৬. ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে তিনি এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। গত মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের একজন।

৭. ভালোবাসা দিবসের বন্ধনে একটি জীবন পার করতে মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। এ ছবিই সেই বন্ধনের স্মৃতি।

  • Related Posts

    মাঝ আকাশে বিমানের ফ্লাইটে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ

    কেবিন প্রেসার কমে যাওয়া সংক্রান্ত সমস্যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী এক ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। তবে ফ্লাইটে মোট কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমারের…

    Continue reading
    বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে ভারতপন্থি-পাকিস্তানপন্থি কোনো রাজনীতি করা চলবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, দেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করবো।’ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মাঝ আকাশে বিমানের ফ্লাইটে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ

    মাঝ আকাশে বিমানের ফ্লাইটে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ

    বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম

    বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম

    চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

    চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

    ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের দিকে নজর ক্রেমলিনের

    ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের দিকে নজর ক্রেমলিনের

    কুমিল্লায় নেক্সেরা ফাউন্ডেশনের উদ্যোগে ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

    কুমিল্লায় নেক্সেরা ফাউন্ডেশনের উদ্যোগে ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

    ব্যর্থতার দায় নিয়ে বাটলারের পদত্যাগ

    ব্যর্থতার দায় নিয়ে বাটলারের পদত্যাগ

    বৃষ্টিতে বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা না হলে কে জিতবে

    বৃষ্টিতে বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা না হলে কে জিতবে

    পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

    পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

    মালয়েশিয়ায় ইএসকেএলের কার্যক্রম বন্ধের দাবি

    মালয়েশিয়ায় ইএসকেএলের কার্যক্রম বন্ধের দাবি

    নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়: নাহিদ

    নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়: নাহিদ