ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দি

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজবন্দি। দীর্ঘ ৪৪ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পান নাইল বারঘৌতি নামের এই রাজবন্দি।  দীর্ঘ সময় ধরে কারাগারে থাকার ফলে তিনি ফিলিস্তিনি বন্দি আন্দোলনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

বারঘৌতি ১৯৫৭ সালের ২৩ অক্টোবর অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর উত্তরে কোবার শহরে জন্মগ্রহণ করেন। তাকে ১৯৭৮ সালে প্রথম গ্রেফতার করা হয় এবং ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলায় জড়িত থাকার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের সদস্য হিসেবে বারঘৌতিকে ২০১১ সালে বন্দি ইসরাইলি সেনা গিলাদ শালিতের বিনিময়ে মুক্তি দেওয়া হয়। তবে তার মুক্তি ক্ষণস্থায়ী ছিল। এরপরে ২০১৪ সালের ১৮ জুন ইসরাইল তাকে পুনরায় গ্রেফতার করে এবং ৩০ মাসের কারাদণ্ড দেয়। 

তার সাজা শেষ হওয়ার পর, ইসরাইল তার মূল যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১৮ বছর কারাদণ্ড পুনর্বহাল করে।  এটিকে ‘গোপন ফাইল’ উল্লেখ করে একই চুক্তিতে মুক্তিপ্রাপ্ত আরও কয়েক ডজন বন্দির ওপর এ সাজা আরোপ করে ইসরাইলি কর্তৃপক্ষ। বারঘৌতি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবন্দি হিসেবে স্থান করে নিয়েছেন। 

২০২১ সালে বারঘৌতি তার ভাই বারঘৌতি (আবু আসেফ নামে অধিক পরিচিত)-কে হারান।  ইসরাইল কর্তৃপক্ষ তাকে তার শেষকৃত্যে যোগদানের অনুমতি দেয়নি, যেমনটা তার বাবা-মায়ের মৃত্যুর সময় করেছিল তারা। 

বন্দি-বিষয়ক কমিশনের মতে, বারঘৌতি তার সাজা চলকালীন ‘পদ্ধতিগত নির্যাতন, নির্জন কারাবাস, নির্যাতন এবং দুর্ব্যবহার’ সহ্য করেছিলেন।

গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের আওতায় এখন পর্যন্ত শত শত ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২৫ জন ইসরাইলি জিম্মি ও আটটি মরদেহ ইসরাইলকে হস্তান্তর করা হয়েছে।  ফিলিস্তিনি এবং ইসরাইলি মানবাধিকার প্রতিবেদন অনুসারে, ইসরাইলের ধারণা- গাজায় এখনও  ৫৯ জন জিম্মি বন্দি রয়েছে। অন্যদিকে ইসরাইলি কারাগারে বন্দি রয়েছে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

  • Related Posts

    ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওয়ানা হন। প্রধান…

    Continue reading
    বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

    চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে খুশি করতে কোনো দেশ যদি এমন কোনো চুক্তি করে, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। সোমবার (২১ এপ্রিল) এমন…

    Continue reading

    ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

    বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

    ছাএদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

    ছাএদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

    টেবিলটপার গুজরাটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা

    টেবিলটপার গুজরাটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা

    ২০ দিনে ‘বরবাদ’ সিনেমার আয় প্রায় ৫০ কোটিরও বেশি

    ২০ দিনে ‘বরবাদ’ সিনেমার আয় প্রায় ৫০ কোটিরও বেশি

    সেনাবাহিনী হজ দলের প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী হজ দলের প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

    পোপ ফ্রান্সিস মারা গেছেন

    পোপ ফ্রান্সিস মারা গেছেন

    ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

    ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

    বাংলাদেশকে ৮২ রানের লিড দিলো জিম্বাবুয়ে

    বাংলাদেশকে ৮২ রানের লিড দিলো জিম্বাবুয়ে

    জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা অসুস্থ, জানালেন নিজেই

    জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা অসুস্থ, জানালেন নিজেই