আর যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের ছাত্র শ্রমিক জনতা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী করে তুলতে হবে এই দেশকে, আর যেন কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের হার্ডপয়েন্টে ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ৭ম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় একথা বলেন তিনি।

স্কাউট জীবনের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘৭ম কমডেকায় অংশগ্রহণকারীরা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগণের কল্যাণে জনস্বাস্থ্য, স্যানিটেশন নিশ্চিতকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে। জনকল্যাণমূলক কর্মসূচি পালনে বাংলাদেশ সরকার সব সময় স্কাউটের পাশে থাকবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ স্কাউটস অ্যাডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য এবং কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বোর্ডের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এ স্লোগানে শুরু হওয়া ৭ম জাতীয় কমডেকার সমাপনি হবে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার। এবারের কমডেকায় অংশ নিয়ে ৪ হাজার রোভার স্কাউট সদস্যসহ ৬ হাজার স্কাউটস। কমডেকা আকর্ষণীয় করে রাখতে সেবা সমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিঁড়ি, নামে শিক্ষণীয়, বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং কর্মকাণ্ড রাখা হয়েছে।

  • Related Posts

    পল্টনে শ্রমিক সমাবেশ শুরু, দলে দলে আসছেন নেতাকর্মীরা

    আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পল্টন মোড়ে আসছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ মে) সকাল…

    Continue reading
    যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষর

    ইউক্রেন ও  যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ চুক্তিতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র।  কয়েক মাসের আলোচনা শেষে ওয়াশিংটনে বুধবার (৩০…

    Continue reading

    পল্টনে শ্রমিক সমাবেশ শুরু, দলে দলে আসছেন নেতাকর্মীরা

    পল্টনে শ্রমিক সমাবেশ শুরু, দলে দলে আসছেন নেতাকর্মীরা

    যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষর

    যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষর

    সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু, ৬ বাস আটক

    সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু, ৬ বাস আটক

    চেন্নাইকে হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে পাঞ্জাব

    চেন্নাইকে হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে পাঞ্জাব