বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে বয়ানে থাকছেন যারা

দিল্লীর নিজামুদ্দিন মারকাজের অধীনে আগামীকাল শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। এ পর্বে দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা অংশগ্রহণ করবেন।

নিয়ম অনুযায়ী, শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের (সার্বিক) মধ্য দিয়ে অনানুষ্ঠানিকভাবে শুরু করবেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।  

আজ নিজামুদ্দিন মারকাজের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকাল ১০টা থেকে ময়দানে খিত্তায় খিত্তায় তালিম হয়। বিদেশি সাথীদের খিমায় আলাদা আলাদা ভাষায় তালিম হয়। বাদ জোহর ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন বাংলাদেশি মাওলানা মোশাররফ হোসেন। বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তার বয়ানের তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ চাঁদপুরী। বাদ মাগরিব বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা ইয়াকুব সিলানী। তার বয়ান তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

মো. সায়েম জানান, আগামীকাল শুক্রবার বাদ ফজর বয়ান করবেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার। সকাল সাড়ে দশটায় খিত্তায় খিত্তায় তালিম হবে। বাদ আসর বয়ান করবেন নিজাম উদ্দিন মারকাজের হাফেজ মনজুর। বাদ মাগরিব বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা জামশেদ। আগামী শনিবার বাদ ফজর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোরসালিন। সকাল সাড়ে ৯টায় তালিমের মওজুর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মুফতি ইয়াকুব। বাদ জোহর বয়ান করবেন আরবের জনৈক মেহমান, বাদ আসর বয়ান করবেন বাংলাদেশী মাওলানা মনির বিন ইউসুফ। বাদ মাগরিব বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার। 

তিনি আরও জানান, রবিবার আখেরি মোনাজাতের দিন বাদ ফজর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা মুফতি রিয়াসাত। হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা জামশেদ। তবে আখেরী মোনাজাত কে পরিচালনা করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

  • Related Posts

    তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

    নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধানসহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে…

    Continue reading
    নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির, কর্মসূচি ঘোষণা

    নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার (২১ মে) ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে…

    Continue reading

    তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

    তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

    নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির, কর্মসূচি ঘোষণা

    নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির, কর্মসূচি ঘোষণা

    পরমাণু আলোচনা চুক্তি পর্যন্ত গড়ানো নিয়ে সংশয় খামেনির

    পরমাণু আলোচনা চুক্তি পর্যন্ত গড়ানো নিয়ে সংশয় খামেনির

    বান্দরবানে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

    বান্দরবানে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত