
আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুরজ পাঞ্চোলি। শুটিং ফ্লোরে অ্যাকশন দৃশ্যের অভিনয় করার সময় এ দুর্ঘটনার শিকার হন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদন থেকে জানা যায়, ‘হিরো’ সিনেমা খ্যাত এ অভিনেতা ‘কেশরী বীর: লিজেন্ড অব সোমনাথ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন।
জানা যায়, মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শুটিং হচ্ছিল অ্যাকশন দৃশ্যের। সে কারণে আগুনের দৃশ্যধারণ করার জন্য শুটিং স্পটে প্রচুর বারুদ ব্যবহার করা হয়। অ্যাকশন ডিরেক্টরের নির্দেশে আগুনের কাছে সুরুজ লাফ দেয়ার স্টান্ট করছিলেন। হঠাৎই বিস্ফোরণ হলে আগুন অভিনেতার শরীরে লেগে যায়।
এতে সুরজের পায়ের ভেতরের অংশ ও উরু আগুনে ঝলসে যায়। সেটে থাকা চিকিৎসক টিম দ্রুত অভিনেতাকে প্রাথমিক চিকিৎসা দেন। সংবাদমাধ্যমকে তারা জানান, সুরজের আগুনে ঝলসে যাওয়া ক্ষতস্থান অনেক বেশি ও গুরুতর।
এদিকে গুরুতর অবস্থা দেখে নির্মাতারা সুরজকে অভিনয় বন্ধ করতে বলেন। কিন্তু ক্যারিয়ারে প্রথম বায়োপিক হওয়ায় কাজ নিয়ে বেশি সিরিয়াস ছিলেন অভিনেতা। যে কারণে ঝলসে যাওয়া পা নিয়েই সম্পূর্ণ শিডিউলের শুটিং শেষ করেন। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
আগুনে ঝলসে শুটিং শেষ করার পর এখন অভিনেতা কেমন আছেন সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। সুরজের পক্ষ থেকেও এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া মেলেনি। তাই প্রিয় অভিনেতাকে নিয়ে এখন দুশ্চিন্তার প্রহর গুনছেন ভক্তরা।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সুরজ পাঞ্চোলি। প্রথম সিনেমাতেই দর্শকদের নজরে পড়েন অভিনেতা। কিন্তু এরপর আর সেভাবে দর্শক হৃদয়ে দাগ কাটার মতো কোনো সিনেমা উপহার দিতে পারেননি তিনি।