‘পুস্পা ২’ ওটিটিতে আসতেই আল্লুকে নিয়ে রসিকতা

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’ বক্স অফিস কাঁপিয়েছিল। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দান্নার এ সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে দর্শকরা লুফে নেয়। সিনেমাটি মুক্তির ঠিক দুই মাসের মধ্যে ৩০ জানুয়ারি ওটিটিতে মুক্তি পেয়েছে। এটি ওটিটিতে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। এতে আল্লুকে দেখে সবাই রসিকতা করছেন।

অনেকের মতে ‘পুষ্পা ২’ একেবারে নিখুঁত, আবার অনেকের মতে ‘অসহ্যকর’। এ নিয়েই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। বিশেষ করে গল্পে আল্লু অর্জুন মানে পর্দার ‘পুষ্পা রাজ’র হাওয়ায় উড়ে ভিলেনদের সঙ্গে লড়াই করার দৃশ্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। আল্লু ভক্তদের কাছে এ দৃশ্য ‘ঈশ্বরীক’ অ্যাকশন বলে মনে হচ্ছে।

আল্লু অর্জুন সঙ্গে ভিলেনদের লড়াইয়ের এ দৃশ্যটার সময় যে প্রেক্ষাগৃহে দর্শকরা যে ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়েছিলেন তা বলাই বাহুল্য। তবে এখন ‘পুষ্পা ২’ ওটিটি রিলিজের মাধ্যমে সবার ঘরে ঘরে পৌঁছে যাওয়ায় ‘পুষ্পা’র এ লড়াইয়ের দৃশ্য নিয়ে তৈরি হয়েছে নানান ধরনের প্রতিক্রিয়া। অনেকের কাছেই ‘পুষ্পা ২’র এই অ্যাকশন দৃশ্য অবাস্তব বলে মনে হয়েছে। মাধ্যাকর্ষণকে অস্বীকার এইভাবে উড়ে উড়ে ‘পুস্পা’র লড়াই করা অনেকে নিয়ে প্রচণ্ডভাবে ট্রোল করছেন।

এ দৃশ্য দেখে একজন মজা করে লিখেছেন, ‘আমাদের সত্যিই অ্যাকশন কোরিওগ্রাফারদের দরকার যারা মাধ্যাকর্ষণ এবং পদার্থবিজ্ঞানের নিয়মকে মেনে চলবে।’ আর এক নেটিজেন লেখেন, ‘আমি হাসি থামাতে পারিনি যখন পুষ্পা সোজা হাওয়া উড়ে বুমেরাংয়ের মতো ঘুরে বেরিয়ে এবং হাত বাঁধা অবস্থায় মুখে কাটারি ধরে লড়াই করছে।’

আরেকজন লিখেছেন, ‘এর ঠিক আগের অংশটা আরও খারাপ ছিল, সে উড়ে বেড়াচ্ছিল আর সবাই নিচে পড়ে যাচ্ছিল। সম্ভবত গত বছর আমার দেখা সবচেয়ে খারাপ ছবিগুলোর মধ্যে এটি একটি। ২০০০ কোটি রুপি আয় করেছে এবং এখন আমরা এর আরও একটা সিক্যুয়েল দেখতে চলেছি এর থেকে ভয়ঙ্কর আর কী হতে পারে।’

  • Related Posts

    শুভ বুদ্ধপূর্ণিমা আজ, আধ্যাত্মিক আবহে উদযাপন

    আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দিবসটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই পূর্ণিমাতেই গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। দেশের বৌদ্ধ সম্প্রদায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে উদযাপন…

    Continue reading
    যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান

    ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে তা গত কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান বার বার লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার গভীর রাতে…

    Continue reading

    শুভ বুদ্ধপূর্ণিমা আজ, আধ্যাত্মিক আবহে উদযাপন

    শুভ বুদ্ধপূর্ণিমা আজ, আধ্যাত্মিক আবহে উদযাপন

    যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান

    যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান

    আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ: সারাদেশে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

    আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ: সারাদেশে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

    মেসির গোলের পরও প্রতিপক্ষের কাছে বিধ্বস্ত হলো মিয়ামি

    মেসির গোলের পরও প্রতিপক্ষের কাছে বিধ্বস্ত হলো মিয়ামি