যুক্তরাষ্ট্রে আবারও একসঙ্গে হবেন মেসি-নেইমার-সুয়ারেজ!

বিখ্যাত এমএসএন জুটি। লিওনেল মেসি, নেইমার ডি সিলভা জুনিয়র এবং লুইস সুয়ারেজ- বার্সেলোনায় যখন এই ত্রয়ী জুটি বেধেছিলো, তখন প্রতিপক্ষ তাদের সামনে খড়-কুটোর মত উড়ে গিয়েছিলো। কিন্তু হঠাৎ করে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর ভেঙে যায় পৃথিবীর সবচেয়ে ধারালো আক্রমণভাগ।

তবে, ২০২১ সালে আবার পিএসজিতে একসঙ্গে হন মেসি এবং নেইমার। সুয়ারেজ থেকে যান বাইরে। ২০২৪ সালে এসে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে একসঙ্গে যুক্ত হন মেসি ও সুয়ারেজ। নেইমার থেকে গেলেন বাইরে।


কে না জানে, মেসি নেইমার ও সুয়ারেজের সম্পর্ক কতটা বন্ধুত্বের। সেই বন্ধুত্বের টান আবারও কী এক করে দেবে এই তিনজনের চলার পথ? সে সম্ভাবনা আবার দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে আবারও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারেন মেসি-নেইমার-সুয়ারেজ বা এমএসএন।

৩২ বছর বয়সী নেইমারের সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনেই। জোরালো গুঞ্জন রয়েছে, টানা ইনজুরির কারণে খেলতে না পারায় আল হিলাল আর ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নয়। তেমনটা হলে, মৌসুম শেষে কী করবেন নেইমার? তিনি কী যুক্তরাষ্ট্রে গিয়ে মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন?

সাবেক দুই সতীর্থের সঙ্গে পূনর্মিলনের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে নেইমার সরাসরি কোনো উত্তর দেননি। শুধু বলেছেন, ‘ফুটবল হলো অনিশ্চয়তার আধার। যে কোনো কিছুই হতে পারে।’

সৌদি আরবে যাওয়ার পর থেকে গোড়ালি এবং হাঁটুর ইনজুরিতে ভুগতে শুরু করেন। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর গত অক্টোবর-নভেম্বরে ফিরেছিলেন। কিন্তু আবারও ইনজুরিতে পড়ে মাঠের বাইরে রয়েছেন তিনি।

মেসি-সুয়ারেজের সঙ্গে জুটি বাধা নিয়ে সিএনএনকে নেইমার বলেন, ‘মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা হবে অবিশ্বাস্য। তারা দু’জন আমার ঘনিষ্ট বন্ধু। এখনও আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আবারও যদি এই ত্রয়ী একসঙ্গে হতে পারে, তাহলে তা হবে অসাধারণ একটি বিষয়।’

তাহলে কী আল হিলাল ছেড়ে দিচ্ছেন কিংবা আপনি আল হিলালে সুখি নন? নেইমার বলেন, ‘আল হিলালে এবং সৌদি আরবে আমি খুবই ভালো আছি। তবে, কে না জানে, ফুটবল হলো সম্পূর্ণ চমকে ভর্তি।’

নেইমার একই সঙ্গে জানিয়ে রাখলেন, ২০২৬’ই হতে পারে তার শেষ বিশ্বকাপ। যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। নেইমার বলেন, ‘আমি চেষ্টা করবো, ওখানে থাকার। আমি জানি, ওটা হতে পারে আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ শট এবং বা আমার শেষ সুযোগ। আমি যদি খেলতে পারি, তাহলে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।’

  • Related Posts

    গানের আসর বা মাজারে হামলা হলে ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

    কোথাও কোনো গানের আসর বা মাজারের মতো স্থানে হামলার ঘটনা ঘটলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার এক…

    Continue reading
    রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৪০

    মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। কমপক্ষে ২০ জন বাসিন্দা আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    গানের আসর বা মাজারে হামলা হলে ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

    গানের আসর বা মাজারে হামলা হলে ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

    রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৪০

    রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৪০

    ময়মনসিংহে ব্যাংকের তালা ভেঙে ডাকাতির চেষ্টা

    ময়মনসিংহে ব্যাংকের তালা ভেঙে ডাকাতির চেষ্টা

    সাব্বিবের ঝড় তোলার ম্যাচেও হারল ঢাকা

    সাব্বিবের ঝড় তোলার ম্যাচেও হারল ঢাকা

    দর্শকদের মারামারি-ভাঙচুর, ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠান স্থগিত

    দর্শকদের মারামারি-ভাঙচুর, ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠান স্থগিত

    মায়ানমারের ১০২ নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

    মায়ানমারের ১০২ নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

    ধর্ম উপদেষ্টা হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই

    ধর্ম উপদেষ্টা হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই

    দাবানলে পুড়ছে হলিউড হিলস

    দাবানলে পুড়ছে হলিউড হিলস

    কুয়াকাটায় মাসব্যাপী পর্যটনমেলা, হোটেলে মিলছে ছাড়

    কুয়াকাটায় মাসব্যাপী পর্যটনমেলা, হোটেলে মিলছে ছাড়

    টি-টোয়েন্টি ৮ হাজারে বাংলাদেশের প্রথম তামিম

    টি-টোয়েন্টি ৮ হাজারে বাংলাদেশের প্রথম তামিম