
ক্রিকেট উৎসবে মেতেছেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিমের আয়োজনে দেশটিতে ১৬টি দল নিয়ে দিনব্যাপী চার দেশীয় সুপার ফ্রেন্ডশিপ কাপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
এশীয় ফুটবলের জনপ্রিয় দেশ মালদ্বীপের সাধারণ মানুষের কাছে অপরিচিত খেলার নাম ক্রিকেট। আর এমন দেশটিতে ‘সুপার ফ্রেন্ডশিপ কাপ-২৪’ নামে বড় একটি ক্রিকেট ইভেন্টের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিম। এতে অংশ নিয়েছেন দেশটির বিভিন্ন শহরে কর্মরত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কান প্রবাসীদের মোট ১৬টি দল।
দিনব্যাপী চলা এই ক্রিকেট টুর্নামেন্টের সন্ধ্যায় ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় ‘ফ্রেন্ডস ক্রিকেট মালদ্বীপ’কে ২ রানে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেয় শ্রীলঙ্কান প্রবাসীদের ‘টরন্টো ক্রিকেট ক্লাব’।
স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) এই সুপার ফ্রেন্ডশিপ কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনে সদ্য নিয়োগ পাওয়া তৃতীয় সচিব জিল্লুর রহমান এবং মালদ্বীপ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসহাক, টেলিকম জায়ান্ট ধীরাগুর বাণিজ্যিক পরিচালক আলী রিয়াজ ও এসোসিয়েশন ম্যানেজার সুজা, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন,মো. ফারুক ও রফিকুল ইসলাম প্রমুখ।
অতিথিদের উপস্থিতিতে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং নগদ প্রাইজমানি তুলে দেয়া হয়। একইসঙ্গে উৎসবমুখর এই ইভেন্টে অনবদ্য পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের বিশেষ পুরস্কার দেয়া হয় পাকিস্তান দলের খেলোয়াড় মো. সিরাজকে।
পুরস্কার বিতরণ শেষে প্রবাসী দর্শকদের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানান মালদ্বীপের টেলিকম জায়ান্ট ধীরাগু কোম্পানির অ্যাসোসিয়েশন ম্যানেজার সুজা।
মালদ্বীপের বিভিন্ন শহরে কর্মরত প্রবাসীদের জন্য এমন ক্রিকেট উৎসবের আয়োজন করায় আয়োজক ও সহযোগিদের ধন্যবাদ জানান খেলা দেখতে আসা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের দর্শকেরা।
আয়োজক বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিমের ম্যনেজার মো. রাসেল ও ক্যাপ্টেন কাউছার আহমেদ বলেন, মালদ্বীপে অবস্থানরত সকল দেশের প্রবাসী কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং অটুট বন্ধন তৈরি করাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। এছাড়া আগামীতেও এমন বড় টুর্নামেন্ট আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।