কাজাখস্তানে প্লেন বিধ্বস্ত ৩২ যাত্রী জীবিত উদ্ধার, অনেকের মৃত্যুর আশঙ্কা

কাজাখস্তানে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগে বুধবার দুপুরে এমব্রেয়ার যাত্রীবাহী প্লেনটি ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু নিয়ে আজারবাইজান থেকে রাশিয়া যাওয়ার পথে আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়।  

কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত J2-8243 ফ্লাইটটি আকতাউ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জরুরি অবতরণ করার সময় আগুন ধরে যায়। 

প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, প্লেনটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়া উড়তে থাকে। এ সময় কিছু যাত্রীকে রক্তাক্ত অবস্থায় প্লেনের অক্ষত অংশ থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।

কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিভিয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে এবং আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।

দুর্ঘটনার কারণ এবং তদন্ত

আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, প্লেনটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিল। কুয়াশার কারণে প্লেনটি আকতাউতে জরুরি অবতরণের চেষ্টা করে।

রাশিয়ার অ্যাভিয়েশন ওয়াচডগ প্রাথমিক তদন্তে জানিয়েছে, মূলত পাখির আঘাতের কারণেই পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিলেন।

কাজাখ সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে এবং আজারবাইজানের সঙ্গে যৌথভাবে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে।

এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ দুর্ঘটনার খবর পেয়ে রাশিয়ায় অনুষ্ঠিত একটি সম্মেলন থেকে দ্রুত দেশে ফিরে এসেছেন। তিনি দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।

শোক ও সমবেদনা

আজারবাইজানের ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা ইনস্টাগ্রামে লিখেছেন, আকতাউয়ের কাছে প্লেন দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

অন্যদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স-বার্তায় লিখেছেন, কাজাখস্তানের আকতাউয়ে আজারবাইজানের বিমান দুর্ঘটনার খবরে গভীর দুঃখ পেয়েছি। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আজারবাইজানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পাকিস্তান এই শোকের সময়ে আজারবাইজানের পাশে রয়েছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আলিয়েভকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যারা নিজ প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা বেঁচে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সূত্র: রয়টার্স ও তাস

  • Related Posts

    গ্যাস লিকেজ থেকে আগুন: ছোট মেয়ের পরে মারা গেলেন মাও

    রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ বছর বয়সী মেয়ে তানজিলার পর মা মানসুরাও (৩৫) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রোববার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading
    ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা এরইমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে বাইডেনের দপ্তর এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ…

    Continue reading

    গ্যাস লিকেজ থেকে আগুন: ছোট মেয়ের পরে মারা গেলেন মাও

    গ্যাস লিকেজ থেকে আগুন: ছোট মেয়ের পরে মারা গেলেন মাও

    ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

    ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

    কুমিল্লায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

    কুমিল্লায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

    মোস্তাফিজের কিপটে বোলিংয়ের পরও হার দিল্লির, প্লে-অফে গুজরাট

    মোস্তাফিজের কিপটে বোলিংয়ের পরও হার দিল্লির, প্লে-অফে গুজরাট

    জটিল রোগে আক্রান্ত গায়িকা ইমন, জানালেন নিজেই

    জটিল রোগে আক্রান্ত গায়িকা ইমন, জানালেন নিজেই

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ পদ্ধতি সংস্কারের আহ্বান মানবাধিকার গোষ্ঠীর

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ পদ্ধতি সংস্কারের আহ্বান মানবাধিকার গোষ্ঠীর

    ‘নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়’

    ‘নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়’

    দুই ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরের বস্তির আগুন

    দুই ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরের বস্তির আগুন

    মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

    মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

    ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯

    ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯