সিরিয়ার নেতা শারাকে গ্রেপ্তারে ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারাকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১ কোটি ডলার পুরস্কার প্রদানের ঘোষণাটি প্রত্যাহার করেছে ওয়াশিংটন। গতকাল শুক্রবার সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কূটনীতিক এ ঘোষণা দিয়েছেন।

নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ শুক্রবার অন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন। সেখানে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে তাঁরা আলোচনা করেন। এরপরই লিফ পুরস্কারের ঘোষণাটি প্রত্যাহারের কথা জানান।

সিরিয়ায় বাশার আল–আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর দেশটিতে মার্কিন কূটনীতিকদের প্রথম সফর এটি। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর হাতে আসাদ সরকারের পতন হয়।

২০১৮ সালে এইচটিএসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। আল শারা এই সংগঠনটির নেতা। তিনি আবু মোহাম্মদ আল-জুলানি নামেও পরিচিত। এক সময় আল কায়েদার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এ নেতা।

লিফ বলেন, শুক্রবারের আলোচনায় ‘ইতিবাচক বার্তা’ পাওয়ার পর আল শারাকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলো যেন হুমকি তৈরি করতে না পারে তা নিশ্চিত করার বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সাংবাদিকদের লিফ বলেন, ‘আমাদের আলোচনার ভিত্তিতে আমি তাঁকে বলেছি যে কয়েক বছর ধরে কার্যকর থাকা রিওয়ার্ডস ফর জাস্টিস নামের পুরস্কারের ঘোষণাটি আর আমরা বলবৎ রাখব না। ক্ষমতার পালাবদলের এই সময়ে অন্তর্ভুক্তি এবং বিস্তৃত পরামর্শের গুরুত্ব সম্পর্কেও বলেছি।’

সিরিয়ায় লিফের সফরসঙ্গীদের মধ্যে আছেন সিরিয়ায় নিযুক্ত সাবেক বিশেষ দূত ড্যানিয়েল রুবিনস্টেইন, জিম্মিবিষয়ক ঘটনা সামলানোর দায়িত্বে থাকা মার্কিন সরকারের বিশেষ দূত রজার কারস্টেনস। মার্কিন প্রতিনিধিরা এমন সময়ে সিরিয়া সফর করছেন, যখন পশ্চিমা দেশগুলো এইচটিএসের ওপর থেকে ‘সন্ত্রাসী’ তকমা তুলে ফেলা হবে কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করছে।

লিফ বলেন, ‘আমরা সিরিয়ার নেতৃত্বাধীন এবং সিরিয়ার আয়ত্ত্বাধীন একটি রাজনৈতিক প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করি, যার ফলে একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকার গড়ে ওঠে, যা নারীসহ সব সিরীয় নাগরিক এবং সিরিয়ার বিভিন্ন জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের অধিকারকে সম্মান করে।’

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল মার্কিন প্রতিনিধিদের সঙ্গে শারার বৈঠকের পর এক বিবৃতিতে সিরিয়ার নতুন কর্তৃপক্ষও বলেছে, তারা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায়।

এর আগে সিরিয়ার এক কর্মকর্তা এএফপিকে বলেন, আল শারা ও মার্কিন প্রতিনিধিদের বৈঠকটি ইতিবাচক ছিল।

  • Related Posts

    গ্যাস লিকেজ থেকে আগুন: ছোট মেয়ের পরে মারা গেলেন মাও

    রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ বছর বয়সী মেয়ে তানজিলার পর মা মানসুরাও (৩৫) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রোববার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading
    ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা এরইমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে বাইডেনের দপ্তর এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ…

    Continue reading

    গ্যাস লিকেজ থেকে আগুন: ছোট মেয়ের পরে মারা গেলেন মাও

    গ্যাস লিকেজ থেকে আগুন: ছোট মেয়ের পরে মারা গেলেন মাও

    ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

    ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

    কুমিল্লায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

    কুমিল্লায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

    মোস্তাফিজের কিপটে বোলিংয়ের পরও হার দিল্লির, প্লে-অফে গুজরাট

    মোস্তাফিজের কিপটে বোলিংয়ের পরও হার দিল্লির, প্লে-অফে গুজরাট

    জটিল রোগে আক্রান্ত গায়িকা ইমন, জানালেন নিজেই

    জটিল রোগে আক্রান্ত গায়িকা ইমন, জানালেন নিজেই

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ পদ্ধতি সংস্কারের আহ্বান মানবাধিকার গোষ্ঠীর

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ পদ্ধতি সংস্কারের আহ্বান মানবাধিকার গোষ্ঠীর

    ‘নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়’

    ‘নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়’

    দুই ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরের বস্তির আগুন

    দুই ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরের বস্তির আগুন

    মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

    মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

    ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯

    ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯