রাহাত ফতেহ আলী খানের কনসার্টের টিকিট শিক্ষার্থীদের জন্য ১৬০০ টাকা

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফতেহ আলী খানের চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’র টিকিট বিক্রি চলছে। আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শক-শ্রোতারা।

আগামী ২১ ডিসেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থীরা এই কনসার্টের আয়োজন করেছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাত থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। রোববার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, চব্বিশের জুলাই বিপ্লবে সর্বস্তরের জনসাধারণের মধ্যকার শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে বিজয় দিবসের ১৬ ডিসেম্বর প্রথম প্রহর থেকে টিকিট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  

সাধারণত মোট তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। প্রথমত, ‘ভিআইপি’ টিকিটের মূল্য ১০ হাজার টাকা। এই টিকিট ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন৷ এক্ষেত্রে ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ১৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৮৪০০ টাকা) দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ‘ফ্রন্ট রো’ টিকিটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই টিকিট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে গণ অভ্যুত্থানের বছর ‘২০২৪ সাল’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ২৪ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৩৪২০ টাকা) দেওয়া হয়েছে। তৃতীয়ত, ‘জেনারেল’ টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা৷ এই টিকিট ক্রেতারা পিছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে ‘৩৬ জুলাই’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ১৬০০ টাকা) প্রদান করা হচ্ছে।

তবে টিকিট ক্রয়ের সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ইনস্টিটিউশনাল ই-মেইল এড্রেস ব্যবহার করতে হবে (যেসব শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ই-মেইল নেই তারা অন্যদের সহযোগিতায় টিকিট কাটতে পারবেন)। রাজধানী ঢাকার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬ ডিসেম্বর থেকে বুথ বসানো থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও একটা বুথ বসানো হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন।

বলে রাখা প্রয়োজন, এই কনসার্টের টিকিট সেলিং পার্টনার হিসেবে রয়েছে ‘GET SET ROCK’ (গেট সেট রক)। টিকিট ক্রয়ের জন্য ‘https://getsetrock.com/buy-ticket/echoes-of-revolution-j01’ এই লিংকে প্রবেশ করতে হবে এবং অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে। টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। এছাড়া, অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য ফেসবুক পেজ “Spirits of July”- এ পাওয়া যাবে।  

উল্লেখ্য, অনুষ্ঠানের দিন ভেন্যুর (আর্মি স্টেডিয়াম) গেট খোলা হবে দুপুর ২টায়। গেট বন্ধ হবে সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

এছাড়া কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‌্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

  • Related Posts

    আনিসুল-সালমান-জিয়াকে অব্যাহতির চেষ্টা দায়মুক্তির চেষ্টাকারীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনে তিন আলোচিত আসামিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টায় জড়িত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।…

    Continue reading
    কাজাখস্তানে প্লেন বিধ্বস্ত ৩২ যাত্রী জীবিত উদ্ধার, অনেকের মৃত্যুর আশঙ্কা

    কাজাখস্তানে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে বুধবার দুপুরে এমব্রেয়ার যাত্রীবাহী প্লেনটি ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আনিসুল-সালমান-জিয়াকে অব্যাহতির চেষ্টা দায়মুক্তির চেষ্টাকারীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আনিসুল-সালমান-জিয়াকে অব্যাহতির চেষ্টা দায়মুক্তির চেষ্টাকারীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    কাজাখস্তানে প্লেন বিধ্বস্ত ৩২ যাত্রী জীবিত উদ্ধার, অনেকের মৃত্যুর আশঙ্কা

    কাজাখস্তানে প্লেন বিধ্বস্ত ৩২ যাত্রী জীবিত উদ্ধার, অনেকের মৃত্যুর আশঙ্কা

    পাথরবোঝাই ট্রাকে ধাক্কা, ধানবোঝাই ট্রাকের চালক-হেলপার নিহত

    পাথরবোঝাই ট্রাকে ধাক্কা, ধানবোঝাই ট্রাকের চালক-হেলপার নিহত

    শীর্ষে বাবর, দুই সেঞ্চুরির পুরস্কার পেলেন সাইম

    শীর্ষে বাবর, দুই সেঞ্চুরির পুরস্কার পেলেন সাইম

    মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

    মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

    ১৫ বছর পর ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ-এ নতুন নির্বাচিত কমিটি

    ১৫ বছর পর ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ-এ নতুন নির্বাচিত কমিটি

    ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন উদযাপন

    ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন উদযাপন

    বড়দিন উদযাপনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

    বড়দিন উদযাপনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

    জাহাজে ৭ খুনের নেপথ্যে

    জাহাজে ৭ খুনের নেপথ্যে

    শীর্ষ দশে মেহেদী, ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে তাসকিন, রিশাদ,তানজিম, হাসানরা

    শীর্ষ দশে মেহেদী, ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে তাসকিন, রিশাদ,তানজিম, হাসানরা