মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় দূতাবাসের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এরপরে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং একই সঙ্গে তিনি ২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণ করেন। তিনি তার বক্তব্যে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করে শহীদ বুদ্ধিজীবীদের কথা বিশদভাবে তুলে ধরেন।
হাইকমিশনার বলেন, শহীদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম নিজেদের মাঝে ধারন করে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশে রুপান্তর করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার। এছাড়াও তিনি উল্লেখ করেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা ট্রেডার্স এর কর্ণধার বাবুল হোসেন, নেহের মিয়া রানা, মো. ফারুক, রবিউল আলম।
শেষে দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী এবং মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।