সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মংলারগাও গ্রামের ছবদিল আলমের পুত্র আলীম হোসেন (১৯), মাঝেরগাও গ্রামের আব্দুর রহিমের পুত্র সুলতান আহমেদ রাজু, পূর্ব মাছিমপুর গ্রামের আমরু মিয়ার পুত্র ইমরান হোসেন (৩১) ও শাহজাহান হোসেন (২০)।
গত ৩ ডিসেম্বর রাতে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনাকে কেন্দ্র করে মংলারগাও গ্রামের হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় দোয়ারাবাজার থানার এস আই আরাফাত ইবনে শফিউল্লাহ বাদী হয়ে থানায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হোসেন বলেন, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের আটকে অভিযান চলছে। উপজেলার মংলারগাও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে কলেজছাত্র আকাশ দাস (২০) পবিত্র কোরআন শরীফ অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। পরে ওই পোস্টের স্ক্রিনসট এলাকায় ভাইরাল হয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ আকাশ দাসকে তার বাড়ি থেকে আটক করে। পরে উত্তেজিত জনতা মংলারগাও গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা লুটপাটের ঘটনা ঘটে। ওইদিন রাতেই জেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।