হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট নয় : নেতানিয়াহু

হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটির আয়োজন করবে না ইসরায়েলের মন্ত্রিসভা। দেশটির অভিযোগ, হামাস শেষ মুহূর্তে চুক্তিতে কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে।

গতকাল বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ভোট স্থগিত করা হয়েছে। ভোটে আগের দিন বুধবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সম্ভাবনা ছিল।

নেতানিয়াহুর ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘সম্পূর্ণ করা হয়নি এমন একটি অংশ’ যুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুসারে রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস পর হওয়া এই যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের আলোচকেরা দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা ও সরকার অনুমোদন না করা পর্যন্ত তা কার্যকর হবে না।

ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন নিয়ে ভোট বিলম্বিত করার ঘোষণার পর হামাস বলেছে, তাঁরা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বিবিসির ধারণা, হামাস চুক্তিতে সামান্য কিছু যুক্ত করতে চায়। চুক্তি অনুযায়ী ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি কয়েদিদের মুক্তি দেওয়ার যে তালিকা করা হয়েছে সেখানে নিজেদের কিছু সদস্যের নামও যোগ করতে চায় হামাস।

যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় বিলম্বিত হওয়ার ঘোষণাটি এমন এক সময়ে এল যখন বৃহস্পতিবার দেশটির হামলায় গাজায় ৮০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারাল।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকের কয়েক ঘণ্টা আগে এক বিবৃতিতে নেতানিয়াহু অভিযোগ করেছেন, হামাস শেষ মুহূর্তে ‘কিছু ছাড় জোর করে আদায়ের চেষ্টা করছে’। তাই হামাস ‘সব শর্তে সম্মত না হওয়া’ পর্যন্ত মন্ত্রিসভার ভোটাভুটি অনুষ্ঠিত হবে না।

এমন একটি ‘চ্যালেঞ্জিং’ পরিস্থিতিতে ইসরায়েলের মন্ত্রিসভার ভোটাভুটি বিলম্বিত হওয়াটা প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেছেন ব্লিঙ্কেন।

  • Related Posts

    ঢাকায় না নেমে কলকাতায় ফিরে গেলো যুব ফুটবল দল বহনকারী ফ্লাইট

    ভারতের অরুনাচলে হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশ দলের মঙ্গলবার বিকেলে ঢাকায় ফেরার কথা ছিল। কলকাতা থেকে রওনা দিয়ে ইন্ডিগো এয়ার লাইন্সের ফ্লাইটটি নির্ধারিত সময়ে বিকেল ৫টায় ঢাকার আকাশে এলেও…

    Continue reading
    কানে দুর্ঘটনায় আহত জাপানি প্রযোজক, নিরাপত্তা ও তদন্তের দাবি

    কান চলচ্চিত্র উৎসবে একটি পাম গাছ পড়ে আহত হয়েছেন জাপানি চলচ্চিত্র ‘ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপ’-এর এক প্রযোজক। এ ঘটনার পরপরই ছবির প্রযোজনা সংস্থা দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। ফ্রান্সের কান শহরে ঘটনাটি…

    Continue reading

    ঢাকায় না নেমে কলকাতায় ফিরে গেলো যুব ফুটবল দল বহনকারী ফ্লাইট

    ঢাকায় না নেমে কলকাতায় ফিরে গেলো যুব ফুটবল দল বহনকারী ফ্লাইট

    কানে দুর্ঘটনায় আহত জাপানি প্রযোজক, নিরাপত্তা ও তদন্তের দাবি

    কানে দুর্ঘটনায় আহত জাপানি প্রযোজক, নিরাপত্তা ও তদন্তের দাবি

    শর্ত না মানায় মালয়েশিয়া বিমানবন্দর থেকে বাংলাদেশিসহ ১১২ জনকে ফেরত

    শর্ত না মানায় মালয়েশিয়া বিমানবন্দর থেকে বাংলাদেশিসহ ১১২ জনকে ফেরত

    ঢাকা থেকে উড্ডয়নের পরপরই ফ্লাইটের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

    ঢাকা থেকে উড্ডয়নের পরপরই ফ্লাইটের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

    সেনাবাহিনীর অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’র প্রধানসহ গ্রেফতার ১০

    সেনাবাহিনীর অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’র প্রধানসহ গ্রেফতার ১০

    শিগগিরই যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প

    শিগগিরই যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প

    গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত আরও ৪৩

    গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত আরও ৪৩

    মাঝরাতে রিকশায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

    মাঝরাতে রিকশায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

    দুইবার এগিয়ে গিয়েও ব্রাইটনের কাছে হার চ্যাম্পিয়ন লিভারপুলের

    দুইবার এগিয়ে গিয়েও ব্রাইটনের কাছে হার চ্যাম্পিয়ন লিভারপুলের

    শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেই গেল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেই গেল বাংলাদেশ