
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফারুক (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
ফারুক কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মক্কা নগরী থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ ফারুক চার ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফারুক দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসন বিষয়টি তদন্ত করছে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে ফারুকের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।