
সৌদি আরবে হয়ে গেল জাসাস সেন্ট্রাল কমিটির ঈদ পুনর্মিলনী। অনুষ্ঠানে সদস্য সচিব জাকির হোসেন রোকনকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, ‘স্বনির্ভর দেশ গঠন এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে তারেক রহমানের বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’
সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব জাসাস সেন্ট্রাল কমিটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জাসাস-এর সদস্য সচিব গোলাম মোস্তাফা ও শেখ ইসমাইল।
এছাড়া, অনুষ্ঠানে জাসাস সেন্ট্রাল কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকনকে সংবর্ধনা দেয়া হয়।
তিনি তার বক্তব্যে বলেন, ‘জাসাস শুধুমাত্র একটি গান-বাজনার সংগঠন নয়, এটি একটি সামাজিক সংস্কৃতির মেলবন্ধন এবং সেবামূলক সংগঠন। যার মূল লক্ষ্য সমাজে অপসংস্কৃতি দূর করে সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন করা।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সি আই ফি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈন চৌধুরী, প্রকৌশলী নুরল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অতিথিদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়।
এছাড়া, অনুষ্ঠানে সৌদি আরবের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশিরা এবং জাসাসের সদস্যরা উপস্থিত ছিলেন।