
সীতাকুণ্ডে মালবাহী ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাকচালক মো. শফিক (৬৬) নিহত হয়েছেন।
বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারবকুন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিক রাঙামাটি সদরের শান্তিনগর এলাকার মৃত বাদশাহ মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গুরতর আহত অবস্থায় শফিককে হাসপাতালে আনা হলে তাকে ২৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে শফিক মারা যায়।