সিরিয়ায় প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা

বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গত মাসে দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদের উৎখাতের পর এটি সর্বশেষ হামলা।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

শাম এফএম রেডিও স্টেশনের মতে, আলেপ্পোর কাছাকাছি আল-সাফিরাহ শহরের কাছে একটি প্রতিরক্ষা কেন্দ্র এবং একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়।

আল-সাফিরাহ এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, তারা প্রতিরক্ষা কারখানায় আঘাত করেছে, পাঁচটি হামলা খুবই শক্তিশালী ছিল। এই হামলায় মাটি কেঁপে উঠে, দরজা এবং জানালা ভেঙে পড়ে। এটা এতো বড় শক্তিশালী আঘাত ছিল, তাতে রাতকে দিন মনে হচ্ছিল।

আইডিএফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসলামপন্থি নেতৃত্বাধীন বিদ্রোহীরা ডিসেম্বরের শুরুতে আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে, ইসরাইল সিরিয়ার সামরিক সম্পদের উপর শত শত হামলা চালিয়েছে।  

ইসরাইলের দাবি, তাদের লক্ষ্য সিরিয়ার সামরিক অস্ত্রগুলো শত্রুদের হাতে পড়া থেকে রোধ করা। ইসরাইলের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে, রাসায়নিক অস্ত্রের স্থাপনা, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা এবং বিমান বাহিনী ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি, যিনি বর্তমানে আহমেদ আল-শারা নামে পরিচিত। এরইমধ্যে তিনি ইসরাইলি হামলার বন্ধের বিষয়ে বক্তব্য দিয়েছেন।  

গত মাসে আল-শারা বলেছিলেন, সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য ইসরাইলের আর কোন অজুহাত থাকতে পারে না। তার ভাষ্য, সিরিয়ার মাটিতে আইডিএফের হামলা লাল রেখা অতিক্রম করেছে এবং এই অঞ্চলে একটি অযৌক্তিক বৃদ্ধির হুমকি দিয়েছে।

এছাড়া আল-শারা বলেছেন, নতুন সিরিয়ান সরকার ইসরাইলকে হুমকি দিতে বা ইরানকে সিরিয়ায় নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার অনুমতি দেবে না।

তিনি বলেছেন, সিরিয়া বছরের গৃহযুদ্ধের দ্বারা ক্লান্ত হয়ে পড়েছে এবং বর্তমানে নতুন করে কোনো সংঘাতে টেনে আনা হবে না যা আরও ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। বরং সিরিয়া পুনর্গঠন এবং স্থিতিশীলতার দিকে মনোনিবেশ করা হবে।

  • Related Posts

    কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

    গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার…

    Continue reading
    জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি শুরু

    মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আজ থেকে শুরু করেছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০। যার লক্ষ্য হলো দেশে অবস্থানরত অবৈধ বিদেশি অভিবাসীদের একটি মানবিক, সুশৃঙ্খল ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার…

    Continue reading

    কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

    কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

    জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি শুরু

    জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি শুরু

    গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে: আসিফ মাহমুদ

    গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে: আসিফ মাহমুদ

    নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

    নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

    বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় যা বলছে কর্তৃপক্ষ

    বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় যা বলছে কর্তৃপক্ষ

    গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১৫১

    গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১৫১

    হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত অন্তত ১০ জন

    হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত অন্তত ১০ জন

    ক্ষমা না চাইলে কুমিল্লায় রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা হাসনাতের বিরুদ্ধে” — সংবাদ সম্মেলনে সেলিম ভূঁইয়া

    ক্ষমা না চাইলে কুমিল্লায় রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা হাসনাতের বিরুদ্ধে” — সংবাদ সম্মেলনে সেলিম ভূঁইয়া

    চ্যাম্পিয়ন বার্সার শিরোপা উৎসব ম্লান করলো ভিয়ারিয়াল

    চ্যাম্পিয়ন বার্সার শিরোপা উৎসব ম্লান করলো ভিয়ারিয়াল

    ১৫০ কোটির পথে ছুটছে অজয়ের সিনেমা

    ১৫০ কোটির পথে ছুটছে অজয়ের সিনেমা